চিতলমারী প্রতিনিধি:: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ আসনে জেলা রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিক ভাবে প্রার্থীদের প্রতিক বরাদ্দ দিয়েছেন। বুধবার (২১ জানুয়ারী) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রতিক বরাদ্দ দেওয়া হয়। বাগেরহাট-১ আসনসহ জেলার তিনটি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়া জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ এইচ সেলিম নিয়েছেন ঘোড়া প্রতিক। বাগেরহাট-১ আসনের অপর স্বতন্ত্র প্রার্থী মোঃ মাসুদ রানা পেয়েছেন ফুটবল প্রতিক।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার বাগেরহাট-১ আসনে দুই স্বতন্ত্র প্রার্থীসহ ৮ জনের মাঝে প্রতিক বরাদ্দ করা হয়েছে। এই আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি ও বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য এমএ এইচ সেলিম ঘোড়া এবং জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ মাসুদ রানা ফুটবল প্রতিক পেয়েছেন। এ ছাড়া বিএনপির প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল, জামায়াতের মাওলানা মশিউর রহমান খান, বাংলাদেশ মুসলিম লীগ মনোনতী প্রার্থী আবু সবুর শেখ, এবি পার্টি মনোনতী প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম, জাতীয় পার্টি-জেপি‘র স, ম, গোলাম সরোয়ার, মুসলিম লীগের এমডি শামসুল হকের মাঝে আনুষ্ঠানিকভাবে তাদের দলীয় প্রতিক বরাদ্দ করা হয়েছে।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেনের সভাপতিত্বে প্রতিক বরাদ্দের সময় পুলিশ সুপার মোহাম্মাদ হাছান চৌধুরী বিপিএম, জেলা নির্বাচন কর্মকর্তা আবু মুহাম্মদ আনছার, বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রার্থী ও তাদের সমর্থকরা উপস্থিত ছিলেন।
স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিম বাগেরহাট-২ ও ৩ আসনেও ঘোড়া প্রতিক নিয়েছেন।