আন্তর্জাতিক ডেস্ক:; ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন ভারতীয় সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জম্মু-কাশ্মীরের ডোডা জেলার খন্নি টপ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিয়ন্ত্রণ হারিয়ে খাদে সেনা যান সেনা কর্মকর্তারা জানিয়েছেন, একটি বুলেটপ্রুফ সেনা যান ২০ জন আরোহী নিয়ে নিয়মিত টহলে বের হয়েছিল। গন্তব্যে পৌঁছানোর মাত্র এক কিলোমিটার আগে একটি পাহাড়ি বাঁকে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়ক থেকে ছিটকে প্রায় ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পরপরই সেনাবাহিনী ও পুলিশের যৌথ উদ্ধার অভিযান শুরু হয়। ঘটনাস্থলেই ১০ জন সেনাসদস্য প্রাণ হারান। আহত ১০ জনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের হেলিকপ্টারে করে বিশেষায়িত হাসপাতালে পাঠানো হয়েছে।
খারাপ আবহাওয়ার কবলে সেনাবাহিনী সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস জানিয়েছে, ডোডা এলাকার দুর্গম ভূখণ্ড ও খারাপ আবহাওয়ার কারণে গাড়িটি পিছলে খাদে পড়ে যায়। আহত সেনাসদস্যদের বর্তমানে উদমপুর কমান্ড হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে যান্ত্রিক ত্রুটির কারণে নাকি প্রতিকূল সড়ক পরিস্থিতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শোক প্রকাশ এই মর্মান্তিক প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। এ ছাড়া জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এই দুর্ঘটনায় শোকবার্তা দিয়েছেন।