ডেস্ক:: দলীয় সিদ্ধান্ত অমান্য করে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ায় ৫৯ জন বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করেছে বিএনপি। বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয় বহিষ্কৃত নেতাদের দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর আগে গত ৩০ ডিসেম্বর একইভাবে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আরও ১১ জনকে বহিষ্কার করেছিল দলটি।
বিভাগওয়ারী বহিষ্কৃতদের তালিকা রংপুর বিভাগে বহিষ্কৃত হয়েছেন ৩ জন। তারা হলেন দিনাজপুর-২ আসনের আ ন ম বজলুর রশিদ, দিনাজপুর-৫ এর এ জেড এম রেজয়ানুল হক এবং নীলফামারী-৪ আসনের রিয়াদ আরাফান সরকার রানা। রাজশাহী বিভাগে বহিষ্কৃত হয়েছেন ৮ জন, যার মধ্যে রয়েছেন নাটোর-১ আসনের তাইফুল ইসলাম টিপু ও পাবনা-৪ আসনের জাকারিয়া পিন্টুসহ আরও ছয়জন।
খুলনা বিভাগ থেকে কুষ্টিয়া-১ আসনের নুরুজ্জামান হাবলু মোল্লাসহ মোট ৬ জনকে বহিষ্কার করা হয়েছে। বরিশাল বিভাগে বহিষ্কৃত হয়েছেন ২ জন, তারা হলেন বরিশাল-১ আসনের আব্দুস সোবহান ও পিরোজপুর-২ এর মোহাম্মদ মাহমুদ হোসেন।
ঢাকা ও ময়মনসিংহ বিভাগের চিত্র ঢাকা বিভাগে নারায়ণগঞ্জ-২ আসনের আতাউর রহমান খান আঙুর এবং টাঙ্গাইল-৩ এর লুৎফর রহমান খান আজাদসহ মোট ৯ জন নেতা বহিষ্কৃত হয়েছেন। ময়মনসিংহ বিভাগে সবচেয়ে বেশি সংখ্যক নেতাকে বহিষ্কার করা হয়েছে। এই তালিকায় কিশোরগঞ্জ-১ এর রেজাউল করিম চুন্নু এবং গোপালগঞ্জ-৩ আসনের প্রার্থী হাবিবুর রহমান হাবিবসহ মোট ১৪ জনের নাম রয়েছে।
সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগ সিলেট বিভাগে হবিগঞ্জ-১ আসনের শেখ সুজাত মিয়াসহ মোট ৫ জন বিদ্রোহী প্রার্থী বহিষ্কারের তালিকায় রয়েছেন। কুমিল্লা বিভাগে চাঁদপুর-৪ আসনের এম এ হান্নান ও ব্রাহ্মণবাড়িয়া-৬ এর কৃষিবিদ সাইদুজ্জামান কামালসহ মোট ৬ জনকে বহিষ্কার করা হয়েছে।
চট্টগ্রাম বিভাগ থেকে নোয়াখালী-৬ আসনের ফজলুল আজীম এবং চট্টগ্রাম-১৬ আসনের লিয়াকত আলী চেয়ারম্যানসহ মোট ৬ জন নেতাকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলার স্বার্থে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।