পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে পাইকগাছা উপজেলায় বিদ্যা ও শিল্পকলার দেবী সরস্বতীর পূজা উদযাপিত হয়েছে। মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথি তথা বসন্ত পঞ্চমীর শুভলগ্নে দেবী সরস্বতীকে বরণ করে আসনে অধিষ্ঠিত করা হয়। শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল থেকেই উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান ও পূজামণ্ডপগুলো সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে।
সরস্বতী পূজা উপলক্ষে উপজেলাজুড়ে ছিল নানা আয়োজন। রঙিন প্যান্ডেল, তোরণ ও বাহারি সাজসজ্জায় প্রতিটি পূজামণ্ডপ উৎসবের আমেজে ভরে ওঠে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির, পাড়া-মহল্লা ও ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত পূজামণ্ডপগুলোতে শিশুদের হাতেখড়ি প্রদান করা হয়, যা ছিল এই পূজার অন্যতম আকর্ষণ।
শাস্ত্রীয় বিধান অনুযায়ী মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়, যা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব হিসেবে সরস্বতী পূজা বিদ্যা, জ্ঞান, সংগীত ও সৃজনশীলতার প্রতীক দেবী সরস্বতীর আরাধনার বিশেষ দিন হিসেবে পালিত হয়ে থাকে।
উপজেলার পাইকগাছা সরকারি কলেজ, ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয়, পাইকগাছা সরকারি বালক উচ্চ বিদ্যালয়, ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়, শহিদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির ও পূজামণ্ডপে যথাযোগ্য মর্যাদায় সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়।
পূজায় শিক্ষার্থীরা দেবীর কাছে অঞ্জলি প্রদান করে বিদ্যা ও জ্ঞানের আলোয় নিজেদের জীবন আলোকিত করার প্রার্থনা জানায়। তারা যেন মন থেকে অজ্ঞতা ও অন্ধকার দূর করে মনোযোগের সঙ্গে লেখাপড়া চালিয়ে যেতে পারে এবং সবার জীবনে মঙ্গল বয়ে আসে—এই কামনায় দেবীর আরাধনা করেন। পূজামণ্ডপগুলোতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ।
পূজা উপলক্ষে বিভিন্ন মণ্ডপে ভক্তিমূলক সংগীত পরিবেশন, আরতি, প্রসাদ বিতরণসহ নানা ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়। অঞ্জলি ও প্রসাদ গ্রহণের মধ্য দিয়ে ভক্তরা দিনটি আনন্দ ও ভক্তিভরে উদযাপন করেন।