পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: পরিবেশবাদী সংগঠন বনবিবি’র উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় পাইকগাছায় অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) সকালে পাইকগাছা নতুন বাজারস্থ বনবিবি কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বনবিবি সংগঠনের সভাপতি, সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছড়াকার ও আইনজীবী অ্যাডভোকেট শফিকুল ইসলাম কচি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন এবং সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি মাধুরি রানী সাধু।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাব পাইকগাছার সহ-সভাপতি সাংবাদিক মোঃ আজিজুল ইসলাম, সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, নির্বাহী সদস্য সিনিয়র সাংবাদিক আহম্মেদ আলী বাচা, পরিবেশকর্মী গণেশ দাশ, শাহিনুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রকাশ ঘোষ বিধান বলেন, বর্তমানে কনকনে শীত ও ঘন কুয়াশার কারণে দেশের অসহায় ও দরিদ্র মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। এই সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। শীতবস্ত্র বিতরণ কেবল করুণা প্রদর্শন নয়, এটি মানবিক দায়িত্ব পালনের একটি গুরুত্বপূর্ণ অংশ। সমাজের সকল সুবিধাবঞ্চিত মানুষের জন্য হৃদয়ের মানবতাবোধ জাগ্রত করে সবাইকে এগিয়ে আসতে হবে।
এদিকে এই মানবিক কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতার জন্য পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী-র প্রতি কৃতজ্ঞতা ও সাধুবাদ জানিয়েছেন প্রেসক্লাব পাইকগাছা ও পরিবেশবাদী সংগঠন বনবিবি’র নেতৃবৃন্দরা।