রংপুর:: অন্তর্বর্তী সরকার একটি বিশেষ দলকে নির্বাচনে বাড়তি সুযোগ-সুবিধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
তিনি বলেন, এর ফলে এখন পর্যন্ত নির্বাচনের 'লেভেল প্লেয়িং ফিল্ড' নিশ্চিত হয়নি।
রোববার দুপুরে রংপুর নগরের সেনপাড়ায় নিজ বাসভবন স্কাই ভিউতে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
জি এম কাদের অভিযোগ করেন, জাতীয় পার্টির প্রার্থী ও সমর্থকদের ভোটের মাঠে এখনো নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে এবং এ বিষয়ে নির্বাচন কমিশন নির্বিকার ভূমিকা পালন করছে।
সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যা ও অমানবিক আচরণ করা হচ্ছে। উদাহরণ হিসেবে তিনি কারাবন্দী ছাত্রলীগ নেতা জুয়েল হাসানের স্ত্রী-সন্তানের মৃত্যুর পরও তাকে প্যারোলে মুক্তি না দেওয়ার ঘটনাটি উল্লেখ করেন।
সাবেক এই বিরোধী দলীয় নেতা বলেন, আওয়ামী লীগের একটি বিরাট অংশকে ভোটের বাইরে রেখে নির্বাচন গ্রহণযোগ্য হবে না।
অতীতের উদাহরণ টেনে তিনি প্রশ্ন তোলেন, আগে বিএনপিকে বাইরে রাখা হয়েছিল, এখন আওয়ামী লীগকে রাখা হচ্ছে; তাহলে পরিবর্তনটা কোথায় হলো?
গণভোট প্রসঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, সরকার সংবিধানের বাইরে গিয়ে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য জনগণকে চাপ দিচ্ছে। সংস্কারের নামে ক্ষমতা কুক্ষিগত করতেই এই আয়োজন করা হচ্ছে বলে তিনি দাবি করেন। এ কারণে দেশকে বাঁচাতে জাতীয় পার্টি ‘না’ এর পক্ষে অবস্থান নিয়েছে।
ভোটের মাঠে শেষ পর্যন্ত থাকা প্রসঙ্গে তিনি বলেন, আমরা নির্বাচনে থাকার চেষ্টা করব। তবে আমাদের নেতাকর্মীদের নামে মামলা, ধরপাকড় বা ভোটারদের ওপর হামলা চালানো হলে তখন পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সাংবাদিকদের সাথে আলাপকালে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, প্রেসিডিয়াম সদস্য এস এম ইয়াসিরসহ অন্যান্য নেতারা। তিন দিনের সফর শেষে আজ রোববার বিকেলে ঢাকায় ফিরে যান জি এম কাদের।