বাগেরহাট প্রতিনিধি; বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাগেরহাট সফর ও হযরত খানজাহান আলি মাঠে অনুষ্ঠিতব্য জনসভা উপলক্ষে বাগেরহাটে কর্মরত সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বেলা সাড়ে ১১টায় বাগেরহাট জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে মেগনিতলা জেলা জামায়াতের প্রধান কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব ও বক্তব্য রাখেন বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম।
তিনি বলেন, ‘আগামীকালের জনসভাকে কেন্দ্র করে সার্বিক সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। হযরত খানজাহান আলি মাঠে অনুষ্ঠিতব্য এ জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে বলে আমরা আশাবাদী।’
তিনি আরও বলেন, জনসভাটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর সার্বিক নজরদারি ও সহযোগিতা থাকবে।
তিনি গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের কাছে প্রকৃত তথ্য তুলে ধরার আহ্বান জানান।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা জামায়াতের সেক্রেটারি শেখ মো. ইউনুছ, সহকারী সেক্রেটারি এডভোকেট মোস্তাইন বিল্লাহ এবং অধ্যাপক ইকবাল হোসাইনসহ জেলা জামায়াতের নেতৃবৃন্দ।
জনসভায় আরও উপস্থিত থাকবেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি রিয়াজুল ইসলাম ও ১১ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।