চিতলমারী প্রতিনিধি:: বাগেরহাট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকের এম এ এইচ সেলিমের চিতলমারী উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা কর্মিসভা করেছেন। সোমবার (২৬ জানুয়ারী) সন্ধ্যা ৭ টায় চিতলমারী সরকারি এস এম মডেল উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে এ সভা হয়।
এম এ এইচ সেলিমের চিতলমারী উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ সোয়েব হোসেন গাজীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম-আহবায়ক হুসাইন বিশ্বাস, যুগ্ম-আহবায়ক সোহেল সুলতান মানু, রফিকুল ইসলাম মোল্লা, লিটন শেখ, কৌশিক বৈরাগী, সাব্বির আহম্মেদ রুপম, মেহেদী হাসান, আবু সালেহ মৃধা ও কামাল বিশ্বাস।
সভায় উপজেলার ৭টি ইউনিয়নের ৬৩ ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় নেতাকর্মিরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এম এ এইচ সেলিমকে পাওয়ায় ব্যাপক আনন্দ প্রকাশ করেন।
সভাটি সঞ্চালনায় ছিলেন এম এ এইচ সেলিমের চিতলমারী উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোস্ত মাসুদ তালুকদার ও তরুণ সমাজ সেবক জয়নুল পারভেজ সুমন।