বেনাপোল প্রতিনিধি:: "অতন্দ্র প্রহরা আর দৃঢ় অঙ্গীকারে দেশের সুরক্ষায় কাস্টমস" এ প্রতিবাদ্য বিষয় নিয়ে আজ সোমবার বেনাপোল কাস্টমস হাউসে আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২৬ পালিত হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (কর প্রশাসন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) সদস্য জিএম আবুল কালাম কায়কোবাদ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর অঞ্চলের কর কমিশনার মাসুদ রানা, যশোর ভ্যাট কমিশনার আব্দুল হাকিম, বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট আ্যসোসিয়েশনের সভাপতি শামছুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার ফাইজুর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের সামগ্রিক উন্নয়নে রাজস্ব আহরনের কোন বিকল্প নেই। সে কারনে সামর্থ্যবান প্রতিটি সেক্টর এবং ব্যক্তিকে করের আওতায় আনতে হবে। রাজস্ব আদায়ে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা গেলে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন করা সহজ হবে। তিনি আরো বলেন রাজস্ব আদায়ে স্বচ্ছতা এবং গতিশীলতা আনতে আমরা অঙ্গীকারবদ্ধ।
আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে বেনাপোল কাস্টমস হাউসকে সাজানো হয় বর্ণিল সাজে।