চিতলমারী প্রতিনিধি:: বাগেরহাটের চিতলমারী উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাসকে দল থেকে বহিস্কার করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারী) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাঁকে বহিষ্কারের ঘোষণা করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ফেসবুক পেজে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকা-ে জড়িত থাকার জন্য বাগেরহাট জেলাধীন চিতলমারী উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাসকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।
এ ব্যাপারে মমিনুল হক টুলু বিশ্বাস বলেন, ‘সব সময় আমি দলের প্রতি শ্রদ্ধাশীল। দল যে সিদ্ধান্ত নেবে তা আমি মেনে নিব।’
বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক প্রকৌশলী এটিএম আকরাম হোসেন তালিম বলেন, ‘আমরা টুলুকে বহিস্কারের কোন চিঠি পাইনি। তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ফেসবুক পেজে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানতে পেরেছি।’