ডেস্ক:: জনপ্রশাসনে যুগ্ম সচিব পদমর্যাদার ১১৮ জন কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের সবাই বিসিএস প্রশাসন ক্যাডারের ২০তম ব্যাচের সদস্য।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
পদোন্নতি ও বিতর্ক প্রজ্ঞাপন অনুযায়ী, বিসিএস ২০তম ব্যাচের কর্মকর্তাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এই পদোন্নতি দেওয়া হলেও বিষয়টি নিয়ে প্রশাসনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, পদোন্নতির ক্ষেত্রে যোগ্য ও দক্ষ অনেক কর্মকর্তাকে আবারও বঞ্চিত করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, যারা দীর্ঘদিন ধরে পদোন্নতির অপেক্ষায় ছিলেন, তাঁদের একটি উল্লেখযোগ্য অংশ এবারও তালিকায় স্থান পাননি। এতে কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
প্রজ্ঞাপনের নির্দেশনা মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, পদোন্নতি পাওয়া কোনো কর্মকর্তার কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হয়ে থাকলে, তিনি বর্তমানে কর্মরত দপ্তরের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করবেন। এতে আরও উল্লেখ করা হয়, পদোন্নতিপ্রাপ্ত কোনো কর্মকর্তার বিরুদ্ধে পরবর্তীতে কোনো নেতিবাচক বা ভিন্নতর তথ্য পাওয়া গেলে, কর্তৃপক্ষ এই আদেশ সংশোধন বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) হিসেবে যোগদান করতে হবে এবং পরবর্তীতে তাঁদের পদায়ন বা বর্তমান কর্মস্থলেই ইনসিটু (পদোন্নতিপ্রাপ্ত পদে বহাল) রাখার আদেশ দেওয়া হবে।