মনির হোসেন, মোংলা:: মোংলা বন্দরের আধুনিক বর্জ্য ও নিঃসৃত তেল অপসারণ ব্যবস্থাপনা শীর্ষক "পোর্ট রিসিপশন ফ্যাসিলিটি" (পিআরএফ) প্রকল্প উদ্বোধন করা হয়েছে।
২৭ জানুয়ারি মঙ্গলবার দুপুর ২ টায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্যেদিয়ে প্রকল্পটির উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব) ড. এম সাখাওয়াত হোসেন।
৫১১ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত পোর্ট রিসিপশন ফ্যাসিলিটি প্রকল্পটির মাধ্যমে জাহাজ থেকে তেল সংগ্রহ এবং অপসারণের ক্ষমতা বৃদ্ধি এবং নদী ও সামুদ্রিক জীবনচক্র রক্ষার পাশাপাশি সুন্দরবনের পরিবেশগত সুরক্ষায় ভূমিকা রাখতে পারবে।
মোংলা বন্দর কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশ MARPOL Convention এর স্বাক্ষরকারী দেশ হিসেবে নিজস্ব সমুদ্রসীমাকে জলযান হতে সৃষ্ট দূষণ হতে রক্ষার জন্য বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় আন্তর্জাতিক বন্দরসমূহ কার্যকরী এবং আনুষঙ্গিক সুযোগ-সুবিধা সম্বলিত পোর্ট রিসিপশন ফ্যাসিলিটির ব্যবস্থাপনা পরিচালনা করে থাকে। এই ব্যবস্থাপনা কার্যকর থাকলে সামুদ্রিক দূষণ পরিহার করে জলযানসমূহের বর্জ্য নিরাপদে নিষ্কাশন করা নিশ্চিত হয়। বাণিজ্যিক জাহাজ হতে নির্গত বর্জ্য ও দুর্ঘটনা কবলিত জাহাজ হতে নিঃসৃত তেল সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে অপসারণ ও পরিশোধন করার সক্ষমতা অর্জন যে কোন আন্তর্জাতিক বন্দরের জন্য বাধ্যতামূলক মানদন্ড হিসেবে বিবেচনা করা হয়। মোংলা বন্দর নবনির্মিত পোর্ট রিসিপশন ফ্যাসিলিটি স্থাপনের মাধ্যমে সেই মানদন্ড নিশ্চিত করেছে। আন্তর্জাতিক মারপোল কনভেনশনের সকল শর্তাবলি নিশ্চিত করে নির্মিত এই প্লান্টটি বন্দরে আগত সকল বাণিজ্যিক জাহাজ হতে দূষিত তরল ও অন্যান্য বর্জ্য নিরাপদে স্থানান্তর ও পরিশোধন করে পরিবেশ রক্ষায় বিশেষ ভূমিকা রাখবে।
সংস্থাটি আরো জানায়, এ প্রকল্পের আওতায় ২টি তেল অপসারণকারী জলযান, ১টি বর্জ্য সংগ্রহকারী জলযান, পিআরএফ প্লান্ট, ১টি ডাম্প বার্জ, ১টি সেল্ফ প্রপেল্ড বার্জ, ১টি সার্ভিস টাগ বোট, ১টি পন্টুন, জেটি ও ইয়ার্ড নির্মাণ করা হয়েছে।
বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খুলনা নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল এস এম জাকির হোসেন, বন্দরের সদস্য (হারবার ও মেরিন) কমোডর শফিকুল ইসলাম সরকার, সদস্য (অর্থ) আবেদ হোসেন, সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) ড. এ কে এম আনিসুর রহমান, পরিচালক (বোর্ড) কালাচাঁদ সিংহ, প্রকল্প পরিচালক ক্যাপ্টেন শফিকুল ইসলাম, কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মেজবাউল ইসলাম, বন্দরের সিনিয়র উপপরিচালক (জনসংযোগ) মো. মাকরুজ্জামান সহ সামরিক বাহিনীর পদস্থ কর্মকর্তা এবং বন্দরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারি।