আন্তর্জাতিক ডেস্ক:: রেকর্ড দামে পৌঁছেছে স্বর্ণ। বিশ্ববাজারে প্রথমবারের মতো স্বর্ণের দাম প্রতি আউন্স পাঁচ হাজার ৩০০ ডলার ছাড়িয়েছে। মূলত মার্কিন ডলারের ওপর আস্থাহীনতা এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের স্বাধীনতা নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগের মধ্যে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বৃদ্ধি পাওয়ায় এই রেকর্ড সৃষ্টি হয়েছে।
বুধবার আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বুধবার গ্রিনিচ সময় দুপুর ১২টা ২৫ মিনিটে স্পট গোল্ডের প্রতি আউন্সের দাম ১ দশমিক ৫ শতাংশ বেড়ে ৫ হাজার ২৬৬ দশমিক ২২ ডলারে দাঁড়ায়। তবে লেনদেন চলাকালে স্বর্ণের দাম একপর্যায়ে সর্বোচ্চ ৫ হাজার ৩১১ দশমিক ৩১ ডলার স্পর্শ করে, যা এ যাবৎকালের ইতিহাসে সর্বকালের রেকর্ড। আগের সেশনেই স্বর্ণের দাম ৩ শতাংশের বেশি বেড়েছিল।
বাজার বিশ্লেষকদের মতে, স্বর্ণের এই ঊর্ধ্বগতি কেবল সাময়িক উদ্বেগের কারণে নয়, বরং বৈশ্বিক মুদ্রা ও রাজস্ব ব্যবস্থার ওপর আস্থার পরিবর্তনের প্রতিফলন। বর্তমানে মার্কিন ডলার গত চার বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানের কাছাকাছি রয়েছে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি শিগগিরই ফেডারেল রিজার্ভের নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা করবেন এবং তাঁর সময় সুদের হার কমবে এমন আশাবাদও স্বর্ণের দাম বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।
চলতি বছরের শুরু থেকেই স্বর্ণের দাম ২০ শতাংশের বেশি বেড়েছে। ডয়চে ব্যাংকের বিশ্লেষকদের মতে, বিনিয়োগ চাহিদা এভাবে অব্যাহত থাকলে চলতি বছর শেষে স্বর্ণের দাম প্রতি আউন্স ৬ হাজার ডলারে পৌঁছাতে পারে।
স্বর্ণের পাশাপাশি রুপা ও প্লাটিনামের দামেও অস্থিরতা লক্ষ্য করা গেছে। বুধবার স্পট সিলভারের দাম প্রতি আউন্স ১১২ দশমিক ৫৯ ডলারে দাঁড়ালেও চলতি বছরে ধাতুটির দাম প্রায় ৬০ শতাংশ বেড়েছে। এ ছাড়া প্লাটিনামের দাম শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে আউন্স প্রতি ২ হাজার ৬৫১ দশমিক ৯০ ডলারে দাঁড়িয়েছে।