1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৪:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
পাকিস্তানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ভারত আবদুল হামিদের দেশত্যাগ জড়িতদের শাস্তির আওতায় আনবো, না হলে চলে যাবো: স্বরাষ্ট্র উপদেষ্টা কমিশনের পরবর্তী ধাপের কর্মপরিকল্পনা দ্রুত চূড়ান্ত করার নির্দেশ প্রধান উপদেষ্টার দক্ষিণডিহিতে রবীন্দ্র-জন্মবার্ষিকীর অনুষ্ঠানমালা ও লোকজ মেলার উদ্বোধন বটিয়াঘাটার বয়ারভাঙ্গা দিনে দুপুরে চুরি, দুই চোর আটক বাগেরহাটে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালিত খুলনায় জেন্ডার সংবেদনশীল সাংবাদিকতা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত বেনাপোল সীমান্ত থেকে ১৫ লাখ টাকার পন্য আটক করেছে বিজিবি হামলার পাল্টা জবাব দিতে সশস্ত্র বাহিনীকে অনুমতি দিলো পাকিস্তান পাকিস্তানে ভারতের হামলায় গভীর উদ্বেগ চীনের

ভারত থেকে প্রথমবারর মতা পন্যবোঝাই ট্রাক নিয়ে নারী চালক বেনাপোল বন্দরে

  • প্রকাশিত: রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ৭৬ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: ভারত থেকে পণ্যবোঝাই ট্রাক নিয়ে বেনাপোলে নারী ট্রাক চালক অর্নাপূর্না রাজকুমার ভারতর অন্ধ্র প্রদেশ থেকে পণ্যবোঝাই ট্রাক নিয়ে বেনাপোল বন্দরে এসেছেন।

আজ রবিবার (২১ এপ্রিল) দুপুরে ২১৩ রোল বা ৫ হাজার ৪৬৩ কেজি গেঞ্জির কাপড় (ফেব্রিকস) পণ্য নিয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করেন ভারতীয় ট্রাক চালক অর্নাপূর্না রাজকুমার।

উক্ত মালামালের ভারতীয় রপ্তানিকারক তিজয় ইন্ডিয়াপুট লিমিটেড। এবং বাংলাদেশি আমদানি কারক মন্ডল ইন্টারন্যাশনাল লিমিটেড। এই চালানে রয়েছে ৫ হাজার ৪৬৩ কেজি (ফেব্রিকস) গেঞ্জির কাপড়।

স্থানীয় ও বন্দর সূত্র জানায়, আমদানি-রপ্তানির পণ্য নিয়ে ভারতীয় নারী ট্রাক চালক এই প্রথম বাংলাদেশে এলেন। তাকে দেখতে বন্দর এলাকায় লোকজন ভিড় করেন।

এ বিষয় অর্নাপূর্না বলেন, আমার স্বামীও একজন ট্রাকচালক। দু’জন একই ট্রাকে কাজ করি। আমার স্বামীও আমার সঙ্গে এসেছেন। ট্রাক চালিয় বাংলাদেশে আসতে পেরে খুব ভাল লাগছে তার।

বাংলাদেশের বেনাপোল বন্দরের পরিবেশ আমাকে স্বস্তি দিয়েছে।এ দেশের পরিবেশ আমার খুবই পছন্দ হয়েছে।

এদিকে অর্নাপূর্ণার এই যাত্রায় নারী জাগরণের আরেক ধাপ এগিয়ে গেল বলে মনে করেন বেনাপোল বন্দরের আমদানি – রফতানিকারক সমিতির সভাপতি মহসিন মিলন।

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান, জানান, এই প্রথম ভারতীয় কোন নারী ট্রাক চালক ভারত থেকে বেনাপোল বন্দরে এলেন। পণ্যবাহী ট্রাকটির পণ্য অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত সময়ে খালাস করার ব্যবস্থা করা হচ্ছে। কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ ও আন্তরিক বলে জানান তিনি।

বেনাপোল বন্দরের পরিচালক রেজাউল করিম জানান, নারী চালকের সাথে একজন পুরুষ চালক ও এসেছেন। তার নাম রাজকুমার। তারা স্বামী-স্ত্রী। নারী ড্রাইভারর বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে বন্দর কর্তপক্ষ। তাদের ট্রাক থেকে পণ্য দ্রুত খালাসের নির্দেশনা দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট