দাকোপ প্রতিনিধি:: দাকোপে জেজেএস’র আয়োজনে উপকূলীয় এলাকার জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কোরিয়া ইন্টারন্যাশনাল কো- অপারেশন এজেন্সি অর্থায়নে এবং কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশ ও কোরিয়ার কারিগরি সহযোগীতায় মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান। প্রকল্প সম্পর্কে ধারনা দেন জেজেএস ইআরসিসি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক আঃ মালেক। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল কাদের শেখ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দীকা,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মহিত চন্দ্র রায়, দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ্বাস, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জালাল উদ্দিন গাজী, পঞ্চানন মন্ডল, মাসুম আলী ফকির। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্পের ভ্যালু চেইন অফিসার আঃ বাকী, উপজেলা সমন্বয়কারী সোয়েব হোসেন, এফ,এফ আবুল কালাম বাবলা, মুজিবর রহমান, শরিফুর রহমান, খাদিজা খাতুন, রতন কুমার দাস, মোঃ রাফিসহ ৩টি ইউনিয়ন পরিষদ সচিব ও উপকার ভোগী, জিও-এনজিও প্রতিনিধি বৃন্দ।
Leave a Reply