1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৪ মে ২০২৫, ০৩:৪৪ পূর্বাহ্ন

বটিয়াঘাটায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়,ক্ষমা চাইলেন মুসল্লিরা

  • প্রকাশিত: শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ৬৪ বার পড়া হয়েছে

বটিয়াঘাটা প্রতিনিধি:: তীব্র তাপদাহের সঙ্গে সারা দেশে বইছে লু হাওয়া। প্রচ- গরম আর কাঠফাটা রোদে বিপর্যন্ত হয়ে পড়েছে জনজীবন। এই অসহ্য যন্ত্রণা থেকে পরিত্রাণ পেতে বৃষ্টির জন্য বটিয়াঘাটায় বিশেষ নামাজ সালাতুল ইসতিসকার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ইমাম পরিষদের আয়োজনে শনিবার সকাল ১০টায় স্থানীয় ঈদগাহ ময়দানে নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়। নামাজে ইমামতি করেন মুফতি মেজবাহ উদ্দিন ও দোয়া পরিচালনা করেন সদর বাজার মসজিদের ইমাম ও ইমাম পরিষদের সভাপতি হাফেজ মাওঃ মাহাবুবুর রহমান। এ সময় মুসল্লিরা অঝোরে চোখের পানি ছেড়ে দিয়ে তওবা ও ক্ষমা প্রার্থনা করেন। গত কয়েক দিনের অসহনীয় গরমে ওষ্ঠাগত প্রাণ। পানির স্তর নিচে নেমে যাওয়ায় পানি উঠছে না অগভীর নলকূপ ও সেচ পাম্পে। তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যন্ত হয়ে উঠছে। কাঠফাটা রোদ, প্রচ- গরমে সীমাহীন দুর্ভোগ নিয়ে চলছে জীবন। মাঠের ফসল শুকিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে মহান আল্লাহর কাছে বৃষ্টি চেয়ে নামাজ আদায় ও মোনাজাত করা ছাড়া মুমিনদের কোনো উপায় নেই। নামাজে উপস্থিত ছিলেন ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওঃ আঃ হাকিম, হাফেজ হেদায়েত উল্লাহ, হাফেজ জাহিদুর ইসলাম, হাফেজ আমিরুল ইসলাম, কারী আঃ ছাত্তার, তোরাব আলী, সাংবাদিক গাজী তরিকুল ইসলাম, মোঃ সিরাজ, মোঃ রাসেল, সজীব হাওলাদার, রুবেল গোলদার, সাকিব গাজী প্রমূখ।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট