দাকোপ প্রতিনিধি:: দাকোপ উপজেলা হকার্স ইউনিয়নের আহবায়ক কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ লক্ষে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টায় উপজেলা আওয়ামী লীগের কার্য্যালয়ে উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবিএম রুহুল আমীন, চালনা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম আক্কেল, আওয়ামী লীগনেতা দেবাশিষ ঢালী, পৌর কাউন্সিলর আব্দুস ছাত্তার সরদার, মোহনলাল সাহা, জয়প্রকাশ রায়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল জলিল মিয়া, ইয়াসিন সানা, শফিকুল গাজী, হোসেন শেখ, সালাম গাজী, বাবু শেখ, আকবর সানা, মাহাবুব মোল্ল্যা, আলমগীর শেখ, লিটন বাহাদুর, আবু ব্বক শেখ, সিদ্দিক বিশ্বাস প্রমুখ। সভায় সকলের সম্মতিতে আব্দুল জলিল মিয়াকে আহকায়ক, মাহাবুব মোল্লা ও এনায়েত সানাকে যুগ্ম-আহবায়ক ইসমাইল শেখকে সদস্য সচিব এবং আলাউদ্দিন সানা, জহির উদ্দিন গাজী, নাঈম শেখ, মোঃ আব্দুল মান্নান গাজী, মোঃ মনিরুল শেখকে সদস্য করে ৯ সদস্য বিশিষ্ঠ দাকোপ উপজেলা হকার্স ইউনিয়নের আহবায়ক গঠন করা হয়।
Leave a Reply