মনির হোসেন, মোংলা:: মোংলা তথা দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ থেকে চলতি বছরের এসএসসি পরিক্ষায় জিপিএ- ৫ পেয়েছে ২৬ জন শিক্ষার্থী। এ কলেজের পাশের হার শতকরা ৯৮ ভাগ।
কলেজ সূত্রে জানা গেছে, বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ, মোংলা থেকে চলতি বছরের এসএসসি পরিক্ষায় ১০২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ১০০ জন। তারমধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৬ জন।
এছাড়াও এ- গ্রেড পেয়েছে ৫৩ জন, এ মাইনাস- পেয়েছে ১৬ জন, বি- গ্রেড পেয়েছে ৩ জন, সি- গ্রেড পেয়েছে ২ জন এবং দুজন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় পরিচালিত মোংলার ঐতিহ্যবাহী বিএন স্কুল এন্ড কলেজ দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে খুলনা, বাগেরহাট ও সুন্দরবন উপকূলীয় এলাকায় শিক্ষা বিস্তারে অবদান রেখে চলছে।
প্রতিষ্ঠানটি ২০২৪ সালে মোংলা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার গৌরব অর্জন করেছে।
Leave a Reply