1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ১৮ মে ২০২৫, ১২:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
ডুমুরিয়ায় মাহিন্দ্রা ও ট্যাংকলরির মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত বেনাপোলে ষাট লাখ টাকা মূল্যের ভায়াগ্রা পাউডার আটক করেছে বিজিবি বাগেরহাটে যুবদলের দুইটি শাখার আহ্বায়ক কমিটির অনুমোদন বাগেরহাটে ৫ দফা দাবিতে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক কর্মকর্তাদের মানববন্ধন মোংলায় কোস্টগার্ড বেইসে নবনির্মিত বোট ওয়ার্কশপ উদ্বোধন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা গণহত্যা চলছেই, গাজায় প্রাণহানি ছাড়িয়ে গেল ৫৩ হাজার ডিজিটাল রূপান্তরে সমতা নিশ্চিতেই অঙ্গীকারবদ্ধ সরকার-প্রধান উপদেষ্টা তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় দাকোপে বিএনপির মিছিল ও লিফলেট বিতরণ টেকনাফে যৌথ অভিযানে উদ্ধার করা ৪৬ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস লক্ষীপুরে মেঘনা নদীতে বালু উত্তোলনকালে ড্রেজার বাল্কহেডসহ দুজন আটক

তিন মাসের জন্য সুন্দরবন ভ্রমনে যেতে পারবে না পর্যটকরা

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ১৩২ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: বণ্যপ্রাণীদের অবাধ বিচরণ ও প্রজনন কার্যক্রম সুরক্ষিত রাখতে তিন মাসের জন্য সুন্দরবনে পর্যটক ভ্রমন এবং সাধারন মানুষের চলাচল বন্ধ থাকবে।

১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত তিনমাস সুন্দরবনের অভ্যন্তরে প্রবেশ করতে পারবে না জেলে ও বনজীবিরা। নিষেধাজ্ঞা চলাকালীন সুন্দরবনের নদী ও খালে কেউ যাতে মাছ শিকার করতে না পারে সেদিকে কঠোর অবস্থানে থাকবে বনবিভাগ। কারন এ সময়টা মাছেরও প্রজনন মৌসুম।

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বনকর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল করিম ৩১ মে শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত এই তিন মাস মাছের প্রজনন মৌসুম। তাই এই তিন মাস মাছ ধরা বন্ধের পাশাপাশি পর্যটক প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলে দীর্ঘ তিন মাস বন্ধ থাকবে সুন্দরবন প্রবেশের সকল পারমিট। ১ সেপ্টেম্বর থেকে আগের মতো আবার সুন্দরবনে জেলে ও পর্যটকদের জন্য পারমিট দেওয়া শুরু হবে।

বর্তমানে সুন্দরবনের করমজল, হারবাড়িয়া, কোকিলমনি, টাইগার পয়েন্ট, কচিখালী, কটকা ও দুবলার চর ভ্রমনে দেশি- বিদেশী পর্যটকদের সংখ্যা বাড়ছে। সেই সাথে সরকারের রাজস্ব আয় বাড়ছে। সুন্দরবনের প্রাণ প্রকৃতি সুরক্ষায় সরকারের নির্দেশনা অনুযায়ী যেকোন দায়িত্ব পালনে বদ্ধপরিকর বনবিভাগ। নিষেধাজ্ঞা চলাকালীন সুন্দরবনে প্রবেশের ক্ষেত্রে সকল পর্যটক, টুরিষ্ট মালিক, নৌযানসমূহ এবং বনের উপর নির্ভরশীল বনজীবিদের বনের অভ্যন্তরে না যেতে বনবিভাগের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

বন বিভাগের তথ্য অনুযায়ী, সুন্দরবনে মৎস্য সম্পদ রক্ষায় সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা পরিকল্পনার (আইআরএমপি) সুপারিশ অনুযায়ী ২০১৯ সাল থেকে প্রতিবছরের ১ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত দুই মাস সুন্দরবনের সব নদী ও খালে মাছ আহরণ বন্ধ থাকত। ২০২২ সালে মৎস্য বিভাগের সঙ্গে সমন্বয় করে এ নিষেধাজ্ঞা এক মাস বৃদ্ধি করে ১ জুন থেকে করা হয়েছে। সেই থেকে ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত তিন মাস বনের সব নদী ও খালে মাছ আহরণ বন্ধ রাখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট