1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৭:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
শার্শায় বিদ্যুৎস্পৃষ্টে নৈশ প্রহরীর মৃত্যু দাকোপ উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত বেনাপোল কাস্টমস হাউজে কলম বিরতির দ্বিতীয় দিন, আমদানি-রপ্তানি স্বাভাবিক দাকোপে কৃষি প্রকল্পের মূল্যায়ন সভা অনুষ্ঠিত ডুমুরিয়ায় সৈয়দপুর ট্যাষ্টের জমি জবর দখল করে বসতঘর নির্মানের অভিযোগ তারুণ্যের রাজনৈতিক সমাবেশ সফল করতে বাগেরহাট জেলা যুবদলের মতবনিময় সভা ভারতের হামলায় পাকিস্তানের ১১ সেনা ও ৪০ নাগরিক নিহত সাড়ে ৮ ঘণ্টা পর সচল হলো এনআইডি কার্যক্রম খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা দীর্ঘ ৩-৫ বছর কারাভোগের পর দেশে ফিরল বাংলাদেশি দুই নারী-পুরুষ

ফিলিস্তিনের প্রতি সংহতি: ডক্টরেট ডিগ্রি ফিরিয়ে দিলেন শহিদুল আলম

  • প্রকাশিত: সোমবার, ৩ জুন, ২০২৪
  • ৫৬ বার পড়া হয়েছে

ডেস্ক:: যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব দ্য আর্টস অব লন্ডনের (ইউএএল) কাছ থেকে পাওয়া ডক্টরেট ডিগ্রি ফেরত দিয়েছেন বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম।

গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের আন্দোলন এবং এসব শিক্ষার্থীদের প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবজ্ঞার কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছেন তিনি।

বিবৃতিতে শহিদুল আলম বলেছেন, তিনি ২০২২ সালের ৮ জুলাই এই সম্মানজনক ডিগ্রি গ্রহণ করেন। কারণ বিশ্ববিদ্যালয়টি অ্যাকাডেমিক স্বাধীনতা এবং বাকস্বাধীনতার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ ছিল। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফিলিস্তিনের সঙ্গে সংহতি প্রদর্শন করেছেন। সেই সঙ্গে গাজায় যুদ্ধবিরতির প্রতি সমর্থন জানাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন। বিষয়টি আমাকে আশ্বস্ত করেছিল।

শহিদুল আলম আরও বলেন, কিন্তু এই স্বস্তি কেটে যায় যখন দেখি প্রশাসন, বিশেষ করে বিশ্ববিদ্যালয়টির বর্তমান উপাচার্যের অবস্থান ভিন্ন। শিক্ষার্থীরা বারবার বলছেন, তাদের কণ্ঠরোধ করা হচ্ছে। ইসরাইলি বা ইসরাইল অনুষঙ্গী সংস্থা ও প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে যুক্তরাজ্যের এই বিশ্ববিদ্যালয়টি ইসরাইলের দখলদারি, বর্ণবাদ ও চলমান গণহত্যার অংশীদার।

এই পরিপ্রেক্ষিতে ইউনিভার্সিটি অব আর্টস লন্ডনের সঙ্গে যুক্ত থাকতে চান না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন শহিদুল আলম। তিনি বলেন, সম্মানসূচক ‘ডক্টরেট’ ফিরিয়ে দেওয়ার বিষয়টি তিনি বিশ্ববিদ্যালয়কে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট