1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৯:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
সাংবাদিক জাকিরের স্মরনে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ৩০ ভারতীয় কামিকাজে ড্রোন ভূপাতিত করল পাকিস্তান, নিহত ২ আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে নিজেদের অবস্থান জানালো অন্তর্বর্তী সরকার পাইকগাছায় ইট বোঝাই ট্রাকের ভারে কালভার্ট ভেঙ্গে খালে ; জনদুর্ভোগে এলাকাবাসী বেনাপোলে আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পাকিস্তানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ভারত আবদুল হামিদের দেশত্যাগ জড়িতদের শাস্তির আওতায় আনবো, না হলে চলে যাবো: স্বরাষ্ট্র উপদেষ্টা কমিশনের পরবর্তী ধাপের কর্মপরিকল্পনা দ্রুত চূড়ান্ত করার নির্দেশ প্রধান উপদেষ্টার দক্ষিণডিহিতে রবীন্দ্র-জন্মবার্ষিকীর অনুষ্ঠানমালা ও লোকজ মেলার উদ্বোধন বটিয়াঘাটার বয়ারভাঙ্গা দিনে দুপুরে চুরি, দুই চোর আটক

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে মোংলায় দুইদিনের তারুণ্যের উৎসব

  • প্রকাশিত: রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে মোংলায় শুরু হয়েছে দুইদিনের তারুণ্যের উৎসব। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ২৬ ও ২৭ জানুয়ারি মোংলা উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসবের কর্মসূচি শুরু হয়েছে।

২৬ জানুয়ারি রবিবার সকালে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন। অনুষ্ঠানে জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময় প্রতিপাদ্যের শ্লোগানকে সামনে রেখে উপজেলা পরিষদ মাঠে দুই দিনব্যাপী এ মেলার আয়োজন করে।

সকালে মোংলা উপজেলা পরিষদ চত্বরে বেলুন ও কবুতর উড়িয়ে উদ্বোধনের শুরুতে বাগেরহাট জেলার ইতিহাস ও ঐতিহ্য নিয়ে লেখা গানে নৃত্য পরিবেশনা করেন স্কুল কলেজের শিক্ষার্থীরা। উৎসবকে ঘিরে বিভিন্ন ধরণের ৪৪টি স্টল বসেছে। স্টলে বিশেষ করে শোভা পাচ্ছে রকমারী পিঠা, বসেছে জ্ঞান-বিজ্ঞানের স্টলও। অপরদিকে মঞ্চে চলছে বৈচিত্র্যময় সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিতর্ক প্রতিযোগিতা গ্রাম বাংলার লাঠি খেলা, কবিগান, চিত্রাংকন প্রতিযোগিতা। শিশুদের বিনোদনে বসেছে নাগরদোলা সহ বিভিন্ন ধরণের দোলনাও।

আর এ উৎসবকে ঘিরে উপজেলা পরিষদ চত্বর যেন নতুন আনন্দে মেতেছে নানা বয়সের মানুষ। শিশু থেকে শুরু করে নারী-পুরুষের বিভিন্ন বয়সের মানুষের ঢলে এ উৎসব এক ভিন্ন মাত্রায় রুপ নিয়েছে। মোংলা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন বলেন, নিত্যনতুন বৈজ্ঞানিক আবিষ্কারের মাধ্যমে নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক প্রজন্ম হিসেবে গড়ে তুলতে এ ধরনের বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সহায়ক ভূমিকা পালন করবে। তারুণ্যের উৎসব অনুষ্ঠান জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর তত্ত্বাবধানে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় পৃষ্ঠপোষকতায় উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষার্থী, মুক্তযোদ্ধা, গণমাধ্যমকর্মী ও এলাকার গন্যমান্য ব্যক্তিরাও।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট