দাকোপ (খুলনা) প্রতিনিধি:: দাকোপ উপজেলার কৈলাশগঞ্জ ইউনিয়নের রামনগর গ্রামে স্বামীর প্রহারে স্ত্রীর মৃত্য পরে স্বামীর আত্মহত্যার আলোচিত ঘটনা ঘটেছে।
স্থানীয় ও থানা সূত্রে জানাযায় সোমবার দিবাগত রাতে রামনগর গ্রামের শচীন্দ্র নাথ মন্ডলের (৪৫) সাথে স্ত্রী মলিনা মন্ডলের (৪০) ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে শচীন তার স্ত্রীকে লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এতে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর শচীন প্রথমে বিষ খেয়ে মৃত্যুর চেষ্টা করে ব্যর্থ হয়ে পরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বলে এলাকাবাসী জানান। মলিনার সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। শচীন্দ্র নাথ মন্ডল মৃত অজিত মন্ডলের প্রথম সন্তান। তাদের ভিতরে কি নিয়ে কলহ হয়েছিল তা এখনও জানা যায়নি। মঙ্গলবার সকালে পুলিশ লাশ ২টি দাকোপ থানায় নিয়ে যায়। থানা অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম জানান লাশ ২টি উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মলিনা মন্ডলের পুত্র সুদীপ্ত মন্ডল বাদী হয়ে অজ্ঞাত আসামী করে একটি হত্যা মামলা করেছেন। যার মালনা নং-৮। অন্যদিকে আত্মহত্যার ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।
Leave a Reply