1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৩:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :

খুলনা সরকারি মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ

  • প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

মোঃ জাহিদুল ইসলাম:: খুলনা সরকারি মডেল স্কুল এন্ড কলেজের ১৭ তম বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৯ জানুয়ারি বুধবার সকালে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ মাছুদ।
এ সময় প্রধান অতিথি বলেন, শুধুমাত্র আজকের এই ৬ জন শিক্ষার্থীই নয়, খুলনার অনেক শিক্ষার্থীদের বিশ্বব্যাপী ভালো ভালো পদে থেকে দেশকে গর্বিত করছেন বলে মন্তব্য করেন তিনি ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সরকারি মডেল স্কুল এন্ড কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের অবসর প্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শেখ মোঃ বদিউজজামান, খুলনা উপ-বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক প্রকৌশলী নাসিফ কবির সহ আরো অনেকে।
কলেজ অধ্যক্ষ প্রফেসর এ টি এম বদরুজ্জামানের সভাপতিত্বে ও প্রভাষক এটিএম আসাদুজ্জামান এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজকর্ম বিভাগের প্রভাষক ও ক্রীড়া কমিটির আহ্বায়ক মোঃ জসিম উদ্দিন, বাংলা বিভাগের প্রভাষক ও সাংস্কৃতিক কমিটির আহবায়ক কে এম ইশারত আলী সহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সমাজের বিভিন্ন স্তরের গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় দেশ ব্যাপী মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করা শিক্ষার্থী সুশোভন বাছাড় সহ ছয়জন কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট