বটিয়াঘাটা প্রতিনিধি:: প্রধান উপদেষ্টা’র কার্যালয়ের তত্ত্বাবধানে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে জেলা প্রশাসন ও খুলনা জেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে তারন্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে জাতীয় ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপে অপরাজিত জেলা চ্যাম্পিয়নশিপ ধরে রাখার গৌরব অর্জন করেছে বটিয়াঘাটা সরকারি ডিগ্রি কলেজের মেধাবী ছাত্র অরিত্র ঘোষ পুষ্পক। গতকাল শুক্রবার জেলা স্টেডিয়ামের জিমনেসিয়ামে সকাল ৯ টায় শুরু হওয়া দিনব্যাপি প্রতিযোগিতায় অরিত্র ১ম রাউন্ডে সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের ২য় বর্ষের ছাত্র সুবীর বকশিকে হারায়। পরে পর্যায়ক্রমে খুলনা জিলা স্কুলের এসএসসি পরীক্ষার্থী তাহসিন ইসলাম শুভ ও ওই একই স্কুলের এসএসসি পরীক্ষার্থী মোঃ ইশতিয়াক হাসান সাজিদ, খুলনা পাবলিক স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ইসবাত রহমান এবং ওই একই স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী কাজি তাহমিদ আনাসকে হারিয়ে সে এই অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের উপ- পরিচালক মোঃ আবুল হোসেন হাওলাদার, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সচিব সাহারা বানু ও জেলা ক্রীড়া কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও বিভাগ ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ বেলাল হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা সরকারি ডিগ্রি কলেজের শরীর চর্চা শিক্ষক অধ্যাঃ পার্থ প্রতীম মন্ডল, সাবেক জাতীয় দাবা খেলোয়াড় জয়নুল আবেদীন সাগর ও ফিদে মাষ্টার ইউনুস হাসান। খেলায় মূখ্য বিচারকের দ্বায়িত্ব পালন করেন জাতীয় দাবা বিচারক কাজী আব্দুল্লাহ শাকিল। অরিত্র ঘোষ ২০১৭ সালে জাতীয় শিশু পুরষ্কার দাবাতে মহামান্য রাষ্ট্রপতির কাছ থেকে জাতীয় মেডেল প্রাপ্ত হয় এবং জাতীয়, বিভাগ ও জিলা পর্যায়ে চ্যাম্পিয়ন ও যুগ্ম রানার্স হওয়ার গৌরব অর্জন করে। জেলা পর্যায়ে রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেছে সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের ২য় বর্ষের ছাত্র সুবীর বকশি।অরিত্র ঘোষ দৈনিক পূর্বাঞ্চল, দৈনিক কালের কন্ঠ ও দি নিউজ টাইমস এর সাংবাদিক প্রতাপ ঘোষ ও খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার চন্দনা বিশ্বাস’র একমাত্র পুত্র। অরিত্র আজ ওই একই স্থানে বিভাগীয় পর্যায়ে খুলনা জেলার চ্যাম্পিয়নশীপ নিয়ে লড়বে। অরিত্র সকলের কাছে আশীর্বাদ জানিয়েছে।
Leave a Reply