1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৮:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
সাংবাদিক জাকিরের স্মরনে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ৩০ ভারতীয় কামিকাজে ড্রোন ভূপাতিত করল পাকিস্তান, নিহত ২ আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে নিজেদের অবস্থান জানালো অন্তর্বর্তী সরকার পাইকগাছায় ইট বোঝাই ট্রাকের ভারে কালভার্ট ভেঙ্গে খালে ; জনদুর্ভোগে এলাকাবাসী বেনাপোলে আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পাকিস্তানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ভারত আবদুল হামিদের দেশত্যাগ জড়িতদের শাস্তির আওতায় আনবো, না হলে চলে যাবো: স্বরাষ্ট্র উপদেষ্টা কমিশনের পরবর্তী ধাপের কর্মপরিকল্পনা দ্রুত চূড়ান্ত করার নির্দেশ প্রধান উপদেষ্টার দক্ষিণডিহিতে রবীন্দ্র-জন্মবার্ষিকীর অনুষ্ঠানমালা ও লোকজ মেলার উদ্বোধন বটিয়াঘাটার বয়ারভাঙ্গা দিনে দুপুরে চুরি, দুই চোর আটক

শুল্ক ফাঁকি দিয়ে তেল সংগ্রহের সময় বিদেশি জাহাজ আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে

মনির হোসেন:: কক্সবাজার কুতুবদিয়ায় বহির্নোঙ্গরে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে জ্বালানী তেল সংগ্রহের সময় পানামা পতাকাবাহী বিদেশী বাণিজ্যিক জাহাজ আটক করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গত ০১ ফেব্রুয়া‌রি ২০২৫ তারিখ শ‌নিবার কক্সবাজার কুতুব‌দিয়া বহির্নোঙ্গর এলাকায় বাংলা‌দেশ কোস্ট গার্ড জাহাজ অপূর্ব বাংলা রু‌টিন টহলকালীন লক্ষ করে যে, এক‌টি সন্দেহজনক বাংলা‌দেশী ও‌য়েল ট‌্যাংকার ‘ও‌টি ইউনিয়ন’, পানামা পতাকাবাহী এক‌টি বি‌দেশী বা‌নি‌জ্যিক জাহাজ ‘MT DOLPHIN-19’ হতে জ্বালানী তেল আদান প্রদান কর‌ছে। পরবর্তীতে, কোস্ট গার্ড টহল দল জ্বালানী তেল গ্রহীতা ‌বিদেশি জাহাজ এবং জ্বালানী তেল দাতা বাংলা‌দেশী ও‌য়েল ট‌্যাংকার এ অবস্থানরত কর্তৃপক্ষ‌কে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবা‌দে জাহাজদ্বয় বহির্নোঙ্গরে নোঙ্গর করা এবং জ্বালানী তৈল সংগ্রহ কিংবা প্রদা‌নের কোন বৈধ কাগজপত্র ব্যর্থ হয়। আরো জানা যায়, উক্ত বি‌দেশী জাহাজ‌টির মোংলা বন্দরে গম‌নের কথা থাক‌লেও জাহাজটি উক্ত দিন সকাল ৭ টায় কুতুব‌দিয়া বহিঃনোঙরে নোঙ্গর ক‌রে। অতঃপর, চট্টগ্রাম বন্দর ও কাস্টমস্ কর্তৃপ‌ক্ষের অনুম‌তি ব্যতীত বি‌দেশী জাহাজ‌টি অবৈধভাবে উক্ত দিন সকাল ৭টা হ‌তে দুপুর ২টা পর্যন্ত ব‌র্ণিত ও‌য়েল ট‌্যাংকার থেকে আনুমা‌নিক ৩৫৬ মেট্রিক টন জ্বালানি তেল সংগ্রহ করে। যার ফলশ্রু‌তি‌তে বাংলা‌দেশ সরকার বিপুল প‌রিমাণ রাজস্ব হ‌তে ব‌ঞ্চিত হয়। কোস্ট গার্ড বি‌দেশী জাহাজটিকে আটক করে চট্টগ্রাম ব‌হিঃ‌নোঙ্গ‌রে নিয়ে আসে।

তিনি আরও বলেন, উল্লেখ্য, জ্বালানী তেল দাতা বাংলা‌দেশী ও‌য়েল ট‌্যাংকার‌টি বর্তমা‌নে ৯ জন ক্রুসহ কোস্ট গার্ড এর তত্ত্বাবধা‌নে র‌য়ে‌ছে। এ প্রেক্ষি‌তে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কর্তৃক মেরিন কোর্টের মাধ্যমে উক্ত জাহাজদ্ব‌য়ের আর্থিক জ‌রিমানাসহ যথাযথ আইনানুগ ব‌্যবস্থা গ্রহ‌ণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট