1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৭:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :

মোংলা বন্দরের সার্বিক নিরাপত্তা সমুন্নত রাখতে মতবিনিময় সভা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: মোংলা বন্দরের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১১ টায় বন্দরের সভাকক্ষে সংস্থাটির চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান এর সভাপতিত্বে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী (বাংলাদেশ নৌ বাহিনী, বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী, ডিজিএফআই, এনএসআই, পুলিশ, র‌্যাব, স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিসের) প্রতিনিধিদের সমন্বয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর মোঃ শফিকুল ইসলাম সরকার, সদস্য (অর্থ) মোঃ কাজী আবেদ হোসেন (যুগ্মসচিব), সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) ড. এ. কে. এম. আনিসুর রহমান (যুগ্মসচিব), মোংলা বন্দর কর্তৃপক্ষের প্রধান নিরাপত্তা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এস এম আফজালুল ইসলাম।

বহিঃসংস্থা থেকে উপস্থিত ছিলেন কমান্ডার খুলনা নৌ অঞ্চল এর প্রতিনিধি ক্যাপ্টেন মোঃ জিল্লুর রহমান, র‌্যাব-৬ এর অধিনায়ক কমান্ডার মোঃ শাহাদৎ হোসেন, বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিদুর রহমান, কোস্ট গার্ড (দিগরাজ মোংলা) জোনাল কমান্ডার (পশ্চিম জোন) এর প্রতিনিধি কমান্ডার মোঃ সোয়েব, ডিজিএফআই খালিশপুর এর লেফটেন্যান্ট কমান্ডার রিয়াজ, নৌ পুলিশ মোংলা অঞ্চলের অফিসার ইনচার্জ, এনএসআই এর অতিরিক্ত পরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মোংলা ইপিজেড এর সিনিয়র স্টেশন অফিসার, মোংলা থানা’র অফিসার্স ইনচার্জ।

সভায় বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান বলেন,বন্দর দেশের অর্থনীতির চালিকাশক্তি। আমদানি-রপ্তানি চেইন বজায় রাখার জন্য বন্দর অপরিহার্য। মোংলা বন্দর চট্টগ্রাম বন্দরের বিকল্প বন্দর। এ বন্দরে সিএন্ডএফ স্টিভেডর’স, শিপিং এজেন্ট, শ্রমিকশ্রেণী, বন্দর ব্যবহারকারীসহ বিভিন্ন স্টেইকহোল্ডাররা কাজ করে থাকে। ফলে, বন্দর চ্যানেলের নিরাপত্তা, বন্দরের বিভিন্ন স্থাপনার নিরাপত্তা ও বন্দর এলাকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের জন্য সকল আইন শৃঙ্খলা বাহিনীসহ অন্যান্য সংস্থার উপস্থিত প্রতিনিধিদের সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট