1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ১৬ মে ২০২৫, ০২:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
গাজায় ইসরায়েলির ব্যাপক হামলা, ১১৫ ফিলিস্তিনি নিহত ইন্দোনেশিয়ায় সেনা অভিযানে নিহত ১৮ বিচ্ছিন্নতাবাদী আবারও খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, প্রথম যাত্রায় যাচ্ছেন ৭৯২৬ শ্রমিক ভারতে বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ স্থগিত নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ২ কোটি ১২ লাখ অবৈধ চিংড়ির রেণু জব্দ খুলনায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার সমাপনী বটিয়াঘাটার মেয়ে পুষ্পিতা মন্ডল কবিতা আবৃত্তিতে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন খুলনায় ওয়ালটনের আনন্দ শোভাযাত্রা ও ফ্রি মেডিকেল ক্যাম্প বিভাগীয় ধান-চাল সংগ্রহ ও মনিটরিং সভা অনুষ্ঠিত শার্শায় বিদ্যুৎস্পৃষ্টে নৈশ প্রহরীর মৃত্যু

বাগেরহাটে প্রথমবারের মত প্রত্মতাত্বিক প্রদর্শনী, ঐতিহাসিক নিদর্শন রক্ষার শপথ

  • প্রকাশিত: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি:: সংস্কৃতিমনা জাতি গঠন ও শিক্ষার্থীদের প্রত্নতাত্ত্বিক নিদর্শণ সংরক্ষণে উদ্বুদ্ধ করার লক্ষ্যে স্কুল পর্যায়ে বাগেরহাটে প্রথমবারের মত প্রত্মতাত্বিক প্রদর্শনী, আলোচনা সভা, শপথ বাক্য পাঠ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১২ ফেব্রুয়ারি) দিনব্যাপি বাগেরহাট সদর উপজেলার উদ্দিপন বদর সামছু বিদ্যা নিকেতনে প্রত্মতাত্বিক অধিদপ্তরের আয়োজনে এসব কর্মসূচি করা হয়।
শিক্ষার্থীরা বিদ্যা নিকেতনের সাংস্কৃতিক ল্যাবে প্রাচীণ আমলের বিভিন্ন মাটির তৈজসপত্র, ইট, বালুর ঘড়ি, কলের গান, লাঙ্গল, ঢিকিসহ বিভিন্ন প্রত্মতাত্মিক ও ঐতিহ্যাসিক নিদর্শন ঘুরে দেখেন।প্রত্মতত্ব অধিদপ্তরের কর্মকর্তারা নির্দশনের সাংস্কৃতিক ও ঐতিহাসিক মূল্য সম্পর্কে শিক্ষার্থীদের ব্যাখ্যা করেন। প্রদর্শনী শেষে প্রত্নতত্ত্ব অধিদপ্তর, খুলনার আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিন শিক্ষার্থীদের প্রত্মতাত্ত্বিক নিদর্শন রক্ষার শপথ বাক্য পাঠ করান। এসব অনুষ্ঠানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ গোলাম ফেরদাউস, বাগেরহাট যাদুঘরের কাস্টোডিয়ান মোঃ যায়েদ, ফিল্ড অফিসার আইরিন পারভীন, সামছউদ্দিন নাহার ট্রাষ্টের চীফ ফ্যাসিলেটেটর সুব্রত কুমার মুখার্জী উপস্থিত ছিলেন। পরে আলোচনা সভা, প্রত্মতাত্বিক নির্দশন সংরক্ষন বিষয়ক আইন সম্পর্কে ভিডিও চিত্র প্রদর্শন ও প্রত্নতাত্ত্বিক স্থাপনা সম্পর্কে কুইজ প্রতিযোগিতা অনুীষ্ঠত হয়। এই আয়োজনে উদ্দিপন বদর সামছু বিদ্যা নিকেতনের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করেন।ব্যতিক্রমী এই অনুষ্ঠানে অংশগ্রহন করতে পেরে খুশি শিক্ষার্থীরা।
শিক্ষার্থী সিয়াম আহমেদ বলেন, আমরা প্রত্নতাত্ত্বিক নিদর্শন রক্ষার শপথ গ্রহন করেছি।বাগেরহাট শহরের গোড়াপত্তন, খানাজাহান আলী (রহ) এর নির্মিত বিভিন্ন স্থাপনাসহ নানা প্রাচীন বিষয়ে জানতে পেরেছি। আমরা খুব খুশি।
ফারজানা আফরিন নামের আরেক শিক্ষার্থী বলেন, আমরা বিভিন্ন প্রাচীন নিদর্শণ দেখেছি। প্রত্নতত্ব অধিদপ্তরের কর্মকর্তারা আমাদের প্রাচনী স্থাপনা সম্পর্কে ধারণা দিয়েছে।মসজিদের শহর বাগেরহাট, ষাটগম্বুজ মসজিদ ও প্রাচীণ স্থাপনা সম্পর্কে অনেক ধারণা পেয়েছি। এর মাধ্যমে আমাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি পেয়েছে।
উদ্দিপন বদর সামছু বিদ্যা নিকেতনের সামাজিক বিজ্ঞান বিভাগের শিক্ষক নুশরাত ইয়াসমিন বলেন, আমাদের প্রতিষ্ঠানেই প্রথম সামাজিক বিজ্ঞান ল্যাব করা হয়েছে। সামাজিক বিজ্ঞান সংগ্রহশালা একটি জাতির অতীত ইতিহাস জানতে সহযোগিতা করে।প্রত্মতাত্ত্বিক এই প্রদর্শনি শিক্ষার্থীদের আরও সমৃদ্ধ করবে বলে জানান এই শিক্ষক।
প্রত্মতত্ব অধিদপ্তর, খুলনার আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিন বলেন, প্রথমবারের শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত প্রদর্শনী ও আলোচনা সভা শিক্ষার্থীদের প্রত্নতাত্ত্বিক নিদর্শণ সংরক্ষণে উদ্বুদ্ধ করবে। ভবিষ্যতে এ ধরণের আয়োজন অব্যাহত থাকবে বলে জানান প্রত্মতত্ব অধিদপ্তরের এই কর্মকর্তা

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট