1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৪ মে ২০২৫, ০৩:৫১ পূর্বাহ্ন

১০ম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় সশস্ত্র বাহিনীর সাফল্য

  • প্রকাশিত: রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: বিশ্বের ৩২টি দেশের ১৭৯ জন সামরিক সদস্যের অংশগ্রহণে সৌদি আরবের মক্কা নগরীতে অনুষ্ঠিত হয় ১০ম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৪। গত ৩১ জানুয়ারি হতে ০৪ ফেব্র“য়ারি ২০২৫ পর্যন্ত সৌদি আরবের ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় ০৩ পারা, ০৫ পারা, ১০ পারা, ২০ পারা ও ৩০ পারা হিফজ্ এবং তেলাওয়াতসহ মোট ০৬টি ইভেন্টে বাংলাদেশ নৌবাহিনীর ০৫ জন ও সেনাবাহিনীর ০১ জনসহ মোট ০৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

বিশ্বের বিভিন্ন দেশের সামরিক সদস্যদের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বাংলাদেশ সশস্ত্র বাহিনী গৌরবময় সাফল্য অর্জন করে। বাংলাদেশ নৌবাহিনীর সাব্বির হোসেন, ৩ পারা গ্র“পে এবং

মোঃ গোলাম রব্বানী, ১০ পারা হিফজ্ গ্রুপে ২য় স্থান অর্জন করে স্বর্ণ পদক লাভ করে; যা বাংলাদেশ তথা সশস্ত্র বাহিনীর জন্য অসামান্য গৌরব বয়ে আনে। আন্তর্জাতিক পরিমন্ডলে হিফজুল কোরআন প্রতিযোগিতায় এ সাফল্য সামরিক সদস্যদের জন্য একটি অনন্য অর্জন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি ধর্মীয় ক্ষেত্রে সামরিক বাহিনীর এ ধরনের অর্জন আমাদের সকলের জন্য অনুপ্রেরণা ও মাইল ফলক হয়ে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট