1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১১:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
গাজায় ইসরায়েলির ব্যাপক হামলা, ১১৫ ফিলিস্তিনি নিহত ইন্দোনেশিয়ায় সেনা অভিযানে নিহত ১৮ বিচ্ছিন্নতাবাদী আবারও খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, প্রথম যাত্রায় যাচ্ছেন ৭৯২৬ শ্রমিক ভারতে বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ স্থগিত নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ২ কোটি ১২ লাখ অবৈধ চিংড়ির রেণু জব্দ খুলনায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার সমাপনী বটিয়াঘাটার মেয়ে পুষ্পিতা মন্ডল কবিতা আবৃত্তিতে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন খুলনায় ওয়ালটনের আনন্দ শোভাযাত্রা ও ফ্রি মেডিকেল ক্যাম্প বিভাগীয় ধান-চাল সংগ্রহ ও মনিটরিং সভা অনুষ্ঠিত শার্শায় বিদ্যুৎস্পৃষ্টে নৈশ প্রহরীর মৃত্যু

বাগেরহাটে বিএনপির কমিটিতে আওয়ামী লীগ নেতাকর্মী নাম, প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি’র কমিটিতে আওয়ামী লীগের নেতা কর্মীদের নাম থাকায় বিএনপির নেতা কর্মীর মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ বিএনপি’র নেতাকর্মীরা সোমবার (১৭ ফেব্রুয়ারী) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে মল্লিকেরবেড় ইউনিয়নের সাবেক সভাপতি আলিম হাওলাদার ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খানসহ শতাধিক বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মল্লিকেরবেড় ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন বিএনপি’র সদস্য সংগ্রহ সার্চ কমিটির সদস্য এ্যাডভোকেট হুমায়ুন কবির বলেন, গত ১৭ বছর আওয়ামী লীগের সন্ত্রাসীদের অত্যচার নির্যাতনে আমরা বিএনপির নেতাকর্মী বাড়ি ঘরে থাকতে পারিনি। এই সন্ত্রাসীরা গত ২০১৪ সালের ১৬ই মার্চ স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সন্ত্রাসীরা বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও অগ্নি সংযোগ করে। গত ৫আগস্ট আন্দোলনের মুখে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের প্রধান খুনি হাসিনা পালিয়ে গেলে আমরা বিএনপি নেতাকর্মীরা তারেক রহমানের নির্দেশ নতুন করে বিএনপির কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করি। এক পর্যায়ে কমিটি গঠনের গত ১৪ ফেব্রুয়ারী ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে ১নং ওয়ার্ডে সভাপতি প্রার্থী শহিদ শেখ, যিনি আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সদস্য ছিলেন। এছাড়া মল্লিকেরবেড় ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে আওয়ামী লীগের নেতাকর্মী হওয়া সত্বেও বিএনপি’র কমিটিতে সদস্য হয়ে ভোটার হয়েছেন এবং ভোট দিয়েছেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির ভোটার হয়েছেন বিষয়টি জানাজানি হলে বিএনপির নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। এমন পরিস্থিতে নতুন করে ভোটার সংগ্রহ করা হয়। কিন্তু দুঃখের বিষয় ২য় বারও ভোটার সংগ্রহে আওয়ামী লীগের নেতাকর্মীদের সদস্য করা হয় এবং গত ১৪ ফেব্রুয়ারী ভোট অনুষ্ঠিত হয়। ঘটনার পর মল্লিকেরবেড় ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের মাঝে ক্ষোভ দেখা দিলে আমরা প্রতিবাদ জানাই। কিন্তু এরপরও জেলা বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতারা বিষয়টি আমলে নেয়নি। এমন অবস্থায় আমরা নিরুপায় হয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপির উদ্ধতন নেতাদের হস্তক্ষেপসহ বিষয়টির তদন্ত ও যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট