নিজস্ব প্রতিনিধি:: ঝিনাইদহ শিশু একাডেমিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ ১৭ ফেব্রুয়ারি সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, খুলনা রেঞ্জের উপমহাপরিচালক মোঃ নূরূল হাসান ফরিদী, বিএএম। প্রধান অতিথির বক্তব্যে উপমহাপরিচালক বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দেশে সকল স্থানে নিরবে নিভৃতে দেশ মাতৃকার উন্নয়নে কাজ করে যাচ্ছে। ১৯৫২ এর ভাষা আন্দোলনে এবং মুক্তিযুদ্ধে তারা সংগ্রামে অকাতরে প্রাণ দিয়ে গেছেন। তিনি আরো বলেন দেশের সকল উণ্নয়নে আনসার ও ভিডিপির বাহিনীর সদস্যরা সর্বক্ষেত্রে সুসম্পর্ক বজায় রেখে রাষ্ট্রের প্রয়োজনে সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অভূতপূর্ব সাফল্য বয়ে আনছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কমান্ড্যান্ট ঝিনাইদহ মোঃ মিজানুর রহমান, পিভিএম। অনুণ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক যশোর আনসার ব্যাটালিয়ন তরফদার আলমগীর হোসেন, জেলা কমান্ড্যান্ট কুষ্টিয়া মোঃ শফিউল আযম, অতিরিক্ত পুলিশ সুপার ঝিনাইদহ মোঃ ইমরান জাকারিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট এবিএম খালিদ সিদ্দিকী, জেলা কমান্ড্যান্ট মাগুরা মোঃ মাহবুবুর রহমান, ও উপপরিচালক এনএসআই ঝিনাইদহ, মুহাঃ মোশারফ হোসেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রশংসনীয় কাজের জন্য আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে বাইসাইকেলসহ বিভিন্ন পুরুস্কার প্রদান করেন।
Leave a Reply