1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১১:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
গাজায় ইসরায়েলির ব্যাপক হামলা, ১১৫ ফিলিস্তিনি নিহত ইন্দোনেশিয়ায় সেনা অভিযানে নিহত ১৮ বিচ্ছিন্নতাবাদী আবারও খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, প্রথম যাত্রায় যাচ্ছেন ৭৯২৬ শ্রমিক ভারতে বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ স্থগিত নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ২ কোটি ১২ লাখ অবৈধ চিংড়ির রেণু জব্দ খুলনায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার সমাপনী বটিয়াঘাটার মেয়ে পুষ্পিতা মন্ডল কবিতা আবৃত্তিতে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন খুলনায় ওয়ালটনের আনন্দ শোভাযাত্রা ও ফ্রি মেডিকেল ক্যাম্প বিভাগীয় ধান-চাল সংগ্রহ ও মনিটরিং সভা অনুষ্ঠিত শার্শায় বিদ্যুৎস্পৃষ্টে নৈশ প্রহরীর মৃত্যু

দাকোপের মেধাবী শিক্ষার্থী রাইসা বাবুল পিউ

  • প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

দাকোপ উপজেলার চালনা পৌরসভার চিলড্রেন পার্ক প্রি-ক্যাডেট স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থী রাইসা বাবুল পিউ ২০২৪ সালে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক আয়োজিত দেশব্যাপী স্কলারশিপ বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে দাকোপের সুনাম উজ্জ্বল করেছে।

এর আগেও, ২০২৩ সালে ৪র্থ শ্রেণিতে দেশসেরা ১ম স্থান অধিকার করে সবাইকে চমকে দিয়েছিল এই মেধাবী শিক্ষার্থী।

রাইসা বাবুল পিউর পিতা বাবুল হোসেন একজন প্রবাসী ও প্যারামেডিকেল ডাক্তার, এবং মাতা রুমানা খাতুন একজন বেসরকারি চাকরিজীবী। ছোটবেলা থেকেই মেধা ও অধ্যবসায়ের মাধ্যমে সে একের পর এক সাফল্য অর্জন করে চলেছে।

এই স্কুল থেকে ২০২৪ সালে আরও অনেক শিক্ষার্থী বিভিন্ন ক্যাটাগরিতে বৃত্তি লাভ করেছে। এর মধ্যে—

১ম শ্রেণিতে ২য় স্থান ১ জন

১ম শ্রেণিতে ৩য় স্থান ১ জন

৩য় শ্রেণিতে ৩য় স্থান ১ জন

এছাড়া মোট ২২ জন শিক্ষার্থী বিভিন্ন ক্যাটাগরিতে বৃত্তি পেয়েছে।

রাইসার এই অসাধারণ সাফল্যে স্কুলের পরিচালক, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবক ও এলাকাবাসী গর্বিত। মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় এই ছোট্ট মেধাবী শিক্ষার্থী ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করবে বলে সবাই আশাবাদী।

রাইসার স্বপ্ন ভবিষ্যতে একজন ডাক্তার হয়ে মানুষের সেবা করা। তার জন্য সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করছি, যাতে সে ভবিষ্যতে সত্যিকারের “মানুষ” হতে পারে এবং দেশ ও জাতির কল্যাণে নিজেকে উৎসর্গ করতে পারে।

পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ

রাইসার পরিবার তার এই সাফল্যের পেছনে চিলড্রেন পার্ক প্রি-ক্যাডেট স্কুলের অসামান্য ভূমিকার জন্য চিরকৃতজ্ঞ। বিদ্যালয়ের পরিচালক সাগর সেন ,সহ সম্মানিত শিক্ষক-শিক্ষিকা এবং সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি, যাঁরা পরম যত্নে, দায়িত্বশীলতা ও ভালোবাসার সঙ্গে শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও শিক্ষাদানের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।

আলহামদুলিল্লাহ! দাকোপের এই গর্বিত সন্তানের জন্য রইলো শুভকামনা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট