1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৭:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :

খুলনা সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট এর আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

  • প্রকাশিত: শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

মোঃ জাহিদুল ইসলাম:: খুলনা সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার সকালে কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভা, শিক্ষার্থীদের বক্তৃতা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
কলেজ অধ্যক্ষ কাজী নেয়ামুল শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধাক্ষ মোঃ মাইনুল আহসান ও ফাহিমা আক্তার।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ইলেক্ট্রনিক্স বিভাগের বিভাগীয় প্রধান ও চীফ ইন্সট্রাক্টর পলি রানী দাস,নন টেকনোলোজি বিভাগের বিভাগীয় প্রধান ও চীফ ইন্সট্রাক্টর রেজাউল হক, মো. আমিরুল ইসলাম ও নিমাই চন্দ্র সরদার ,কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান ও ইন্সট্রাক্টর গৌতম কুমার ধর ও আর্কিটেকচার বিভাগের বিভাগীয় প্রধান ও চীফ ইন্সট্রাক্টর মো: সাইফুল ইসলাম, সিভিল বিভাগের বিভাগীয় প্রধান ও ইন্সট্রাক্টর মৌসুমি আক্তার।
এছাড়া সকল বিভাগের শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে প্রধান অতিথি অধ্যক্ষ কাজী নেয়ামুল শাহীন তার বক্তৃতায় বলেন, ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলন আজ দেশের গণ্ডি পেরিয়ে সারা বিশ্বব্যাপী একযোগে পালিত হচ্ছে এটি বাংলা ভাষাভাষী বিশেষ করে বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ পাওয়া। মাতৃভাষা বাংলাকে আরও সমৃদ্ধ করে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য শিক্ষক শিক্ষার্থী সহ সকলের প্রতি আহ্বান জানান তিনি।
পরে ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট