বেনাপোল প্রতিনিধি:: বাংলাদেশ জামাতে ইসলামী বেনাপোল পোর্ট শাখার আয়োজনে যাকাত শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনে হল রুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াত ইসলামের বেনাপোল পোর্ট থানা শাখার আমীর মোঃ রেজাউল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া ইসলামী ইউনিভার্সিটির (ইবি) দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভিগের প্রফেসর ড. আ. ছ. ম তরিকুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় শুরা সদস্য,জেলা নায়েবে আমির ও শার্শা উপজেলার বাগআঁচড়া সিদ্দিকিয়া ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা হাবিবুর রহমান
সংগঠনের বেনাপোল পোর্ট থানা শাখার সেক্রেটারি মাওলানা মোঃ ইউসুফ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জামায়াত নেতা অধ্যাপক সিরাজুল ইসলাম,ঢাকা উত্তরার দায়িত্বশীল পেশাজীবী সংগঠনের সভাপতি এবং শার্শা থানা আমীর ইন্জিনিয়ার তৈয়েবুর রহমান জাহাঙ্গীর প্রমুখ।
যাকাত শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেন, নেসাব পরিমাণ সম্পদ যার কাছে এক বছর গচ্ছিত থাকে ওই মুসলমানের উপর যাকাত ফরজ।যাকাত দিলে সম্পদ বৃদ্ধি হয়। পবিত্র হয়। সম্পদ এবং আত্মা পবিত্র করার মাধ্যম হলো যাকাত। যাকাত না দেওয়া মুসরিকদের কাজ। যাকাত না দিলে বিপদ ও মসিবত আসে। সম্পদ নষ্ট হয়। বৃষ্টি বন্ধ হয়ে যায়। মৃত্যুর পর কঠিন আযাবে পতিত হতে হবে।
Leave a Reply