1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১২:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :

পাইকগাছায় চাঁদাবাজির অভিযোগে দু’যুবককে পুলিশে দিলো এলাকাবাসী

  • প্রকাশিত: রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি:: পাইকগাছায় চাঁদাবাজির অভিযোগে এলাকাবাসী দু’যুবক’কে পুলিশে দিয়েছে। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে সুন্দররবন সংলগ্ন উপজেলার গড়ইখালীর গাংরখী বাজারে দু’যুবককে আটক করে এলাকাবাসী। আটককৃতরা হলেন দাকোপ উপজেলার নলিয়ানের খোকন গাজীর ছেলে জামিরুল গাজী ( ২৮) ও একই গ্রামের সায়েম খানের ছেলে বাপ্পী খান রানা(২৮)। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। এলাকাবাসীর অভিযোগ রয়েছে,ধৃতরা সুন্দরবন কেন্দ্রীক বিভিন্ন অপরাধে জড়িত।
সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে,গত রবিবার দিনগত রাত সাড়ে ১২ টার দিকে গাংরখী বাজার সংলগ্ন চিংড়ি ঘেরের বাসা থেকে কুমখালীর ব্যবসায়ী সুকুমার মন্ডল’কে জামিরুল গংরা ডেকে নিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। এর পর তারা সুকুমারের মুখে রুমাল ধরলে সে স্বাভাবিক জ্ঞান হারিয়ে এ চক্রের সাথে ঘুরে বেড়ায়। এক পর্যায়ে জামিরুল গংরা সুকুমারের ১টি বাটন মোবাইল ও দোকান থেকে নগদ ২২শত টাকা নেয়।
পরে তারা বাকি টাকা না দিলে পরিনতি ভালো হবে না এমন হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনাটি জানাজানি হলে এলাকার মানুষ নড়েচড়ে বসে।
সর্বশেষ এ চক্রটি আরারোও একই স্টাইলে শনিবার গভীর রাতে দু’উপজেলা সীমান্তবর্তী হড্ডা মিষ্টি পুকুর সংলগ্ন শিবসা নদীর পাড় থেকে স্থানীয় মৃতঃ চিব্রত বিশ্বাস এর ছেলে মৎস্যজীবী বিশ্বজিৎ বিশ্বাস’কে তুলে নিয়ে যায়। এ ব্যাপারে বিশ্বজিৎ জানান, আমি মুলত সুন্দরবনে মাছ-কাঁকড়া ধরে জীবন কাটাই। দুর্বৃত্তরা রাত ৩ টার দিকে তুলে নিয়ে মুখে রুমাল দিলে কিছুক্ষণ পর স্বাভাবিক জ্ঞান হারাই। পরবর্তীতে রবিবার সকালে ওরা আমার সাথে করে গাংরখী বাজারের ছলের চা দোকানে আসে। এ সময় তাদের গতিবিধি দেখে স্থানীয়দের সন্দেহ সৃষ্টি হয়। এক পর্যায়ে সুকুমার মন্ডল ঘটনাস্থলে এসে এদেরকে সনাক্ত করলে এলাকাবাসী দু’জনকে আটক করে পুলিশ’কে জানায়। পরবর্তীতে বাইনবাড়ীয়া পুলিশ ক্যাম্পের আইসি এসআই আব্দুল আহাদ এ দু’জন’কে উদ্ধার করে থানা হেফাজতে আনেন।
এ ঘটনায় ব্যবসায়ী সুকুমার মন্ডল বাদী হয়ে পলাতক দু’ব্যক্তিসহ আটক জামিরুল-বাপ্পী'( রানা)র বিরুদ্ধে থানায় চাঁদাবাজির মামলা করেছেন।
থানার ওসি মোঃ সবজেল হোসেন জানান, এ ঘটনায় আরও যারা জড়িত রয়েছে তাদের ব্যাপারে পুলিশ বিস্তারিত জানার চেষ্টা করছে। আটক বাপ্পী’র বিরুদ্ধে দাকোপ থানায় ৩টি চুরি ও ১টি মাদকের মামলা রয়েছে বলে থানা পুলিশের দ্বায়িত্বশীল এ কর্মকর্তা জানান।

শিবসা সাহিত্য অঙ্গনের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছায় শিবসা সাহিত্য অঙ্গন ও সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে রোজবাড কিন্ডারগার্টেন স্কুল মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। সংস্থার সভাপতি সুরাইয়া বানু ডলির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, মুক্তিযোদ্ধা সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন, প্রধান শিক্ষক অনিতা রাণী মন্ডল, সাবেক কাউন্সিলর আসমা আহমেদ, তথ্য সেবা সহকারী কর্মকর্তা জাহানারা খাতুন, প্রাক্তন শিক্ষক জিন্নাতুন্নেছা পান্না, হাফিজা খানম, পঞ্চানন সরকার, সমীরণ ঢালী, মনোতোষ বৈদ্য, রত্না গোলদার, নাজমা কামাল, হাফিজা খাতুন, দিলরুবা ইয়াসমিন, রুপা মন্ডল, বঙ্কিমচন্দ্র মন্ডল, নিলিমা, শিক্ষার্থী পম্পা চক্রবর্তী ও ত্রিপর্ণা মন্ডল। সভায় নারী দিবসের তাৎপর্য তুলে ধরে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট