দাকোপ প্রতিনিধি:: দাকোপে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজনে জাতীয় পুষ্টিসেবা স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়নে সোমবার সকাল ১০ টা স্বাস্থ্য কমপ্লেক্স এর সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদীপ বালার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডাঃ ফাতেমা তুজ যোহরা ( তিশা), ডাঃ মিনার্ভা রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সমন্ত পোদ্দারসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর সিনিয়র নার্স, সহকারী স্বাস্থ্য কর্মকর্তা প্রমুখ। সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদীপ বালা জানান, দাকোপে জাতীয় ভিটামিন, “এ” প্লাস ক্যাম্পেইন আগামী ১৬ মার্চ। এ বারের লক্ষমাত্রা ৬-১১ মাস বয়সী শিশু ১৩৪৯ জন এবং ১২ -৫৯ মাস বয়সী শিশু ১১৩৯৮ জন।
Leave a Reply