1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৪ মে ২০২৫, ০৪:২৬ অপরাহ্ন

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে জেলা পর্যায়ে অবহিতকরণ সভা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: বাংলাদেশ থেকে অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল, অপুষ্টিজনিত শিশুমৃত্যু এবং শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ১৫ মার্চ শনিবার দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। ঐ দিন খুলনা জেলার নয় উপজেলায় দুই লাখ এক হাজার ৬০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা রয়েছে। উক্ত সময়ে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের জন্য খুলনা জেলা পর্যাযের অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা আজ (বৃহস্পতিবার) নগরীর শামসুর রহমান রোডস্থ স্কুল হেলথ ক্লিনিক সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মোছাঃ মাহফুজা খাতুন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) নূরুল হাই মোহাম্মদ আনাছ, জেলা পরিবার পরিকল্পনা দপ্তরের উপপরিচালক মোঃ আকিব উদ্দিন-সহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় সভাপতির বক্তৃতায় সিভিল সার্জন বলেন, শিশুরা অপুষ্টিতে ভুগলে সুস্থ জাতি পাওয়া সম্ভব নয়। শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর গুরুত্ব অনেক। জনসাধারণকে জানাতে ক্যাম্পেইন বিষয়ে ব্যাপক প্রচার প্রয়োজন। সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের সমন্বিত প্রচেষ্টায় এবারের উদ্যোগটি সফল হবে বলে আশা করা যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট