দাকোপ প্রতিনিধি:: দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়নে সুশীলনের উদ্যোগ বনজীবি জরিপ মূল্যায়ন মিটিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯মার্চ) সকাল ১০ টায় সুশীলনের বাস্তবায়নে এম.এফ.সিসিএল প্রকল্পের অধিনে উপজেলার সুতারখালী ইউনিয়নে পূর্বপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সুন্দরবন নির্ভরশীল পরিবার, ভিসিএফ, পিএফ, সিএমসি,সরকারি কর্মকর্তা, গন্যমান্য ব্যক্তিবর্গ সুশীলনের কর্মকর্তা কর্মচারী বৃন্দ সমন্বয়ে এক জরিপ মুল্যায়ন সভার আয়োজন করা হয়। প্রকল্পের উপজেলা ম্যানেজার রওশন আরা’র পরিচালনায় সভায় প্রধান অতিথির হিসেবে বক্তৃতা করেন পশ্চিম বন বিভাগের সুতারখালী স্টেশন কর্মকর্তা দেওয়ান মিজানুর রহমান। তিনি এ সময় বলেন, আমরা এখানে এসেছি আপনাদের মাধ্যমে প্রকৃত বনজীবি চিহ্নিত করার জন্য এবং কে বনজীবি কে বনজীবি না তা আপনারাই ঠিক করবেন। মহিলাদের ভূমি অধিকার নিয়ে ও কাজ করা। পরিবারের সদস্যদের মধ্যে নারী একটা বড় ভুমিকা রাখে, স্বামীরা অধিকাংশ সময় পরিবারের আয় উপার্জন করতে বনে থাকে, সেক্ষেত্রে পরিবারের সিদ্ধান্ত নিতে নারীর ভুমিকা রয়েছে তেমনি সংগঠনে নারীর ভুমিকা রয়েছে। তিনি আরো বলেন প্রকৃত বনজীবীদের চিহ্নিত করা অত্যান্ত গুরুত্বপূর্ণ কাজ যা সুশীলন করতে চলছে এ জন্য সুশীলনকে ধন্যবাদ জানান। সুন্দরবন আমাদের মায়ের মতন, তিনি কয়েকটি কাজ বনজীবিদের করতে নিষেধ করেছেন, বিষ দিয়ে মাছ সংগ্রহ না করা, অবাধে বন্যপ্রাণী শিকার না করা, অবাধে গাছ না কাটা। যত্রতত্র প্লাস্টিক বর্জ না ফেলা। বিগত সময়ে সুশীলন যেভাবে উপকূলের মানুষের পাশে থেকে কাজ করেছে ঠিক তেমনি ভাবে যেন বনজীবিদের তালিকা সঠিক ভাবে তুলে নিয়ে আসে সেই আসা রাখি। এ ছাড়া যে কোন ধরনের সহায়তা যাতে প্রকৃত অসহায় বনজীবিরা পায় তা নিশ্চিত করা। এর পূর্বে উপজেলার সুন্দরবন পাশে অবস্থিত বানিশান্তা ও সুতারখালী ইউনিয়নে আরো পৃথক পৃথক ভাবে ৭ টি সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া অনুষ্ঠান সার্বিক সহযোগিতা করেন ফির্ল্ড অর্গানাইজার দীপা বিশ^াস।
Leave a Reply