বটিয়াঘাটা প্রতিনিধি:: খুলনা- চালনা মহাসড়কের বটিয়াঘাটা উপজেলার কিসমত ফুলতলা মোস্তাফিজ চিড়ার মিল নামক স্হানে ভাড়ায় চালিত মোটরসাইকেল,ইজিবাইক ও জি-গ্যাস কোম্পানির পণ্যবাহী ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে মহসিন শেখ (২৪) নামে এক মোটরসাইকেল আরোহীর করুন মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে। নিহত মহসিন শেখ পার্শ্ববর্তী দাকোপ উপজেলার লক্ষ্মীখোলা এলাকার আফজাল শেখ পুত্র। পুলিশ এলাকাবাসীর সহযোগিতায় ঢাকা মেট্রো- ট -২২-৭২ ৭১ নম্বরের ঘাতক ট্রাক ও চালককে আটক করতে সক্ষম হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে হিরো ডিলাক্স নাম্বারবিহীন অনটেষ্ট নামের ভাড়ায় চালিত মোটরসাইকেল যোগে ২ জন যাত্রী নিয়ে মোটরসাইকেল আরোহী মহসিন ঘটনাস্থলে পৌঁছালে জনৈক যাত্রীবাহী ইজিবাইকের সাথে ধাক্কা লেগে যাত্রীবাহী মোটরসাইকেল ও চালক সহ যাত্রীরা লুটিয়ে পড়ে।অন্যদিকে পিছন থেকে আসা জি-গ্যাস কোম্পানির ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে চালক মহসিনকে চাঁপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।ঘটনাস্থলেই মহসিনের মৃত্যু হয়। পরবর্তীতে এলাকাবাসীর সহযোগিতায় সাচিবুনিয়া মোড় থেকে ঘাতক ট্রাক ও চালক জসিম(৪৯) কে আটক করে। চালক জসিম শরিয়তপুরের পালং হাজড়াসার এলাকার মোবারক হোসেনের পুত্র। অপরদিকে মূমূর্ষ অজ্ঞাত ২ মোটরসাইকেল যাত্রীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Leave a Reply