1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৪ মে ২০২৫, ০৩:৫৭ পূর্বাহ্ন

দাকোপে কলেজ ছাত্রদলের সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৪১৭ বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: null; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 41;

দাকোপ প্রতিনিধি:: দাকোপে ছাত্রদলের কলেজ কমিটির বিজয়ীদের উপর হামলার অভিযোগ এনে প্রতিপক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন চালনা কলেজ ছাত্রদল।
মঙ্গলবার বেলা ১ টায় খাটাইল গ্রামে আয়োজিত সংবাদ সম্মেলনে চালনা কলেজ ছাত্রদলের নবনির্বাচীত সাধারণ সম্পাদক মিদুল হাসান লিখিত বক্তব্যে বলেন, গত ১২ মে ২০২৫ কেন্দ্রীয় ছাত্রদল নেতৃবৃন্দের উপস্থিতিতে দাকোপের চালনা কলেজ, চালনা এম এম কলেজ এবং বাজুয়া এস এন কলেজ শাখায় ভোটের মাধ্যমে কমিটি গঠন করা হয়। যেখানে চালনা কলেজে সভাপতি হিসাবে সুলাইমান আল মিসকাত ও সাধারণ সম্পাদক হিসাবে আমি মিদুল হাসান বিপুল বিজয় অর্জন করি। নির্বাচনে পরাজিত বিএনপিনেতা শাকিল আহমেদ দিলু সমর্থিত গ্রুপের ছাত্রদলনেতা সুমন তার পিতা সাইদ আওয়ামীলীগের মইমিনসহ লোকজন নিয়ে বিকাল সাড়ে ৪ টার দিকে পশ্চিম বাজুয়া এলাকায় আমাদের উপর হামলা করে। এমনকি তারা আমাদের নারী নেত্রীদের চাইনিজ কুড়াল নিয়ে ভয় দেখায়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। একই সাথে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্ত মূলক শাস্থির দাবী জানাই। এ সময় চালনা কলেজ ছাত্রদলের নবনির্বাচীত সভাপতি সুলাইমান আল মিসকাত, হাবিবুর শেখ, রিফাজ সরদার, জুনায়েদ শেখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট