1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ১৯ মে ২০২৪, ০৪:২৩ পূর্বাহ্ন

সভাপতি রুহুল আমিন গাজী, মহাসচিব কাদের গনি নির্বাচিত

  • প্রকাশিত: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ৯৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক::বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে রুহুল আমিন গাজী ও মহাসচিব পদে কাদের গনি চৌধুরী নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২৯ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কায়কোবাদ মিলন। সারা দেশ থেকে আগত মোট ৩৭৩ জন কাউন্সিলর নির্বাচনে ভোট প্রদান করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, গাজী-গনি পরিষদের পূর্ণ প্যানেল জয় লাভ করে। ১৯টি পদের মধ্যে সব’কটিতে জয়ী হয়েছেন গাজী-গনি প্যানেলের প্রার্থীরা। এতে সভাপতি পদে নির্বাচিত হন রুহুল আমিন গাজী, সহ-সভাপতি পদে একেএম মহসিন, ওবায়দুর রহমান শাহীন ও মুহাম্মদ খায়রুল বাশার।

মহাসচিব পদে নির্বাচিত হন কাদের গনি চৌধুরী, সহকারী মহাসচিব পদে বাছির জামাল, এহতেশামুল হক শাওন ও ড. সাদিকুল ইসলাম স্বপন। কোষাধ্যক্ষ পদে শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে এরফানুল হক নাহিদ, দপ্তর সম্পাদক পদে মো. আবু বকর, প্রচার সম্পাদক পদে মো. শাহজাহান সাজু নির্বাচিত হন।

এছাড়াও নির্বাহী সদস্য পদে মো. মোদাব্বের হোসেন, শাহীন হাসনাত, ম. হামিদুল হক মানিক, মির্জা সেলিম রেজা, আব্দুর রাজ্জাক বাচ্চু, অপর্না রায় ও মুহাম্মদ আবু হানিফ নির্বাচিত হন।

এবারের নির্বাচনে গাজী-গনি এবং আব্দুল্লাহ-রোকন পরিষদ নামে দুটি প্যানেলে সর্বমোট ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আব্দুল্লাহ-রোকন পরিষদের কেউ নির্বাচনে জয় লাভ করতে পারেননি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews