1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ১৮ মে ২০২৪, ০৮:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
রাফায় ইসরায়েলের হামলা বন্ধে ১৩ মিত্রদেশের চিঠি ডিবিতে হেফাজত নেতা মামুনুল হক সুযোগ পেলেই ওরা সাপের মতো ছোবল মারতে চায়-রাষ্ট্রপতি সোনালী আঁশ পাটের সুদিন ফিরিয়ে আনতে চাই-খুলনায় বস্ত্র ও পাট মন্ত্রী জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যতের লক্ষ্যে, মোংলায় ফ্যামিলি সাইকেল র‍্যালি বাগেরহাটে বিনামূলে সহাস্রাধিক মানুষকে চক্ষু চিকিৎসা প্রদান বাগেরহাটে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সেবন, অসুস্থ শিশুকে হাসপাতালে ভর্তি শাহপরীর দ্বীপে ৩০ হাজার ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী আটক সঠিক ইতিহাস যেন বিকৃত না হয় সে দিকে সকলের লক্ষ্য রাখতে হবে -খুলনায় সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী যে জাতি পেছনের স্মৃতি ভুলে যায়, সে জাতির কিছুই থাকে না-সিটি মেয়র

বরিশালে সাইবার আইনে সাংবাদিকসহ দুইজনের নামে মামলা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ১৫৮ বার পড়া হয়েছে

বরিশাল::বরিশালে নতুন সাইবার আইনে সাংবাদিকসহ দুইজনের নামে মামলা হয়েছে। বুধবার (৪ অক্টোবর) বরিশাল সাইবার ট্রাইব্যুনালে এক তরুণী এ মামলা করেন। এ তথ্য বেঞ্চ সহকারী নুরুল ইসলাম কাকন জানিয়েছেন।

ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম ফারুক অভিযোগ তদন্ত করে বরগুনা সদর থানার ওসিকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

মামলার বাদী হলেন- বরগুনার তালতলী উপজেলার নিউ পপুলার ডায়াগনস্টিক ল্যাবের অভ্যর্থনা কর্মচারি মোসাম্মাৎ শিরিন (১৯)। বিবাদীরা হলেন- পটুয়াখালীর গলাচিপা উপজেলার পাতাবুনিয়া এলাকার রাসেল সিকদার ওরফে নীরব (৩০) ও কালবেলা পত্রিকার বরগুনা জেলার তালতলী প্রতিনিধি নাইম ইসলাম(২৮)।

মামলার বরাতে বেঞ্চ সহকারি জানান, বাদী শিরিন নিউ পপুলার ডায়াগনস্টিক ল্যাবের অভ্যর্থনা কর্মচারি হিসেবে চাকরি করেন। মামলার ১ নম্বর সাক্ষী ডা. সুমন বিশ্বাসের ওই ল্যাবে চেম্বার রয়েছে। সপ্তাহে তিন দিন সেই চেম্বারে রোগী দেখেন তিনি। একই ল্যাবে কাজ করার সুবাধে তাদের মাঝে বন্ধুত্বের সৃষ্টি হয়। তারা একত্রে বিভিন্নস্থানে যেত ও ছবি ধারণ করতেন। ১১ আগস্ট বাদী মোবাইল ফোনে দেখতে পান বিবাদীরা বন্ধুত্বের একাধিক ভুলভাবে উপস্থাপন করে এবং ভুয়া কাবিননামা প্রর্দশন করে ডিজিটাল ডিভাইস ব্যবহারের মাধ্যমে আক্রমণাত্মক মিথ্যা, ভ্রান্তি প্রদর্শক ও মানহানিকর তথ্য-উপাত্ত ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে প্রদর্শন করে। ১১ আগস্ট একটি বেসরকারি টিভিতেও প্রকাশ করে।

এসব অন্য আসামিরা ফেসবুক আইডিতে প্রচার করেন। এর মাধ্যমে বাদী ও ডা. সুমন বিশ্বাসের মানহানি হওয়ায় মামলা করা হয়েছে। বেঞ্চ সহকারী কাকন আরও জানান, বাদী মামলায় এশিয়ান টিভির মাজাহারুল আমিন শুভ ও কালবেলা অনলাইন নিউজ পোর্টালের সুরুজ আহম্মেদকে নালিশিতে বিবাদী করেছিলেন। কিন্তু বিচারক তাদের বাদ দিয়ে দুইজনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews