1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ১৯ মে ২০২৪, ০১:৪১ পূর্বাহ্ন

সরকার যেখানে চেয়েছে সেখানে ভোট নিরপেক্ষ হয়েছে: জিএম কাদের

  • প্রকাশিত: সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ৮০ বার পড়া হয়েছে

রংপুর::জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, সরকার যেখানে চেয়েছেন সেখানে ভোট নিরপেক্ষ হয়েছে, যেখানে চাননি সেখানে হয়নি।

সোমবার (৮ জানুয়ারি) দুপুরে রংপুর নগরীর সেনপাড়া স্কাই ভিউতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জাপা চেয়ারম্যান জিএম কাদের বলেন, এই মুহূর্তে ভোটের ফলাফল প্রত্যাখান করার আমাদের কোন মিনস নাই। আমার সংসদে যাব কি না সেটা এমপিদের সাথে কথা বলে সিদ্ধান্ত নিতে হবে।
সারা দেশে ভোটের ফলাফল নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জাপা চেয়ারম্যান বলেন, সরকার যেখানে চেয়েছে সেখানে ভোট নিরপেক্ষ হয়েছে। আর যেখানে চায়নি সেখানে ফলাফল নিরপেক্ষ হয়নি।

তিনি আরও বলেন, নির্বাচনে অংশ নেয়া কোন সিদ্ধান্ত হীনতা ছিলো না। তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে মিটিং হওয়ার পর তারা যেটা আমাকে জানিয়ে দেয়া ছিল বর্তমান যে সেচুয়েশন আপনি পরিস্থিতি পরিবেশ বুঝে সিদ্ধান্ত নিবেন। নির্বাচন বর্জন করার কোন সিদ্ধান্ত ছিলোনা। তাছাড়া সিডিউল ডিক্লেয়ারে পর বুঝতে পারলাম আমাদের মতো দলের উপর হয়তো আঘাত আসতে পারে। সেকারণে দলকে রক্ষা করার জন্য নির্বাচনে অংশ নিতে হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন দলের কো-চেয়ারম্যান ও রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, দলের উপদেষ্টা ভিপি আলাউদ্দিনসহ অন্যান নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews