1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ০৯ মে ২০২৫, ১১:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
পাকিস্তানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ভারত আবদুল হামিদের দেশত্যাগ জড়িতদের শাস্তির আওতায় আনবো, না হলে চলে যাবো: স্বরাষ্ট্র উপদেষ্টা কমিশনের পরবর্তী ধাপের কর্মপরিকল্পনা দ্রুত চূড়ান্ত করার নির্দেশ প্রধান উপদেষ্টার দক্ষিণডিহিতে রবীন্দ্র-জন্মবার্ষিকীর অনুষ্ঠানমালা ও লোকজ মেলার উদ্বোধন বটিয়াঘাটার বয়ারভাঙ্গা দিনে দুপুরে চুরি, দুই চোর আটক বাগেরহাটে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালিত খুলনায় জেন্ডার সংবেদনশীল সাংবাদিকতা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত বেনাপোল সীমান্ত থেকে ১৫ লাখ টাকার পন্য আটক করেছে বিজিবি হামলার পাল্টা জবাব দিতে সশস্ত্র বাহিনীকে অনুমতি দিলো পাকিস্তান পাকিস্তানে ভারতের হামলায় গভীর উদ্বেগ চীনের

বিপিএল-২০২৪ উদ্বোধনী ম্যাচেই কুমিল্লাকে ৫ উইকেটে হারাল ঢাকা

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ১০৮ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক::বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের উদ্বোধনী ম্যাচেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৫ উইকেটে হারিয়েছে দুর্দান্ত ঢাকা।

শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ইমরুল কায়েসের হাফ-সেঞ্চুরিতে ১৪৩ রানের লড়াকু পুঁজি পায় কুমিল্লা।

জবাবে ব্যাট করতে নেমে মোহাম্ম নাঈমের অর্ধশতকে ৩ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ঢাকা।

বিপিএলের প্রথম দিন উইকেট ছিল চিরায়ত মন্থর ঘরানার। হয়ত আগের কয়েকদিন শৈত্য প্রবাহের প্রভাব থাকতে পারে উইকেটের উপর।

অনেক ব্যাটারই শট খেলতে ধুঁকেছেন। নাঈম এক্ষেত্রে একদম ভিন্ন। কুমিল্লার ইনিংসে ইমরুল, হৃদয়রা যেখানে ১১৭, ১১৪ স্ট্রাইকরেটে খেলেছেন। নাঈম ১৩০ স্ট্রাইকরেটে পেয়েছেন ফিফটি।

তার শুরুটা ছিলো আরো বিস্ফোরক। প্রথম ১৪ বলেই তিনি করে ফেলেন ২৮ রান। পেশিতে টান পড়ার পর নাঈমের ছুটে চলার গতি কিছুটা কমেছে। ৪০ বলে ৫২ করে তানভীর ইসলামের স্পিনে শিকার হন নাঈম। তার সঙ্গে বলে ১০১ রানের জুটিতে সঙ্গ দেন লঙ্কান দানুশনা গুনাথিলেকা। তিনি অতটা পড়তে পারেননি। নাঈমের পর তিনি ফেরেন ৪২ বলে ৪১ করে।

এরপর লাসিথ কোরসপোল দ্রুত ফিরলে কিছুটা মোড় ঘোরার আভাস ছিলো। তবে ইরফান শুক্কুর (১৬ বলে ২৪) ধরে রাখেন হাল। শেষ ওভারে আউট হলেও বিপদে পড়েনি ঢাকা।

টস হেরে দুপুরে ব্যাট করতে নেমে বাজে শুরু পায় কুমিল্লা। অধিনায়ক লিটন ধুঁকে ধুঁকে ফেরেন ১৬ বলে ১৩ করে। দ্বিতীয় উইকেটে ইমরুল-হৃদয় মিলে শতরানের জুটি পেলেও রান তোলার গতি ছিলো মন্থর। ইমরুল একবার জীবন পেয়ে ফিফটি পেলেও ৬৬ রান করতে লাগিয়ে ফেলেন ৫৬ বল। হৃদয় ৪৭ করেন ৪১ বলে।

ঢাকার মোমেন্টাম আসে বোলিংয়ের শেষ ওভারে। ওই ওভারে দুই ছক্কা খেলেও হ্যাটট্রিক করে বসেন শরিফুল ইসলাম। দেড়শোর নিচে পাওয়া লক্ষ্য পেয়ে নাঈম বিপিএলে অভিষিক্ত মুশফিক হাসানকে স্নায়ু চাপে ফেলে দলকে এনে দেন ভালো শুরু। শেষ দিকে কিছুটা নড়বড়ে পরিস্থিতি হলেও জিততে সমস্যা হয়নি তাদের।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট