1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ১৯ মে ২০২৪, ০২:৫৭ পূর্বাহ্ন

ঢাকায় পৌঁছেছে ফিলিস্তিন ফুটবল দল

  • প্রকাশিত: শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ৫২ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক::বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ে বাংলাদেশের বিপক্ষে ফিরতি লেগ খেলতে শনিবার (২৩মার্চ) সকালে ঢাকায় এসেছে ফিলিস্তিন ফুটবল দল। বাংলাদেশ দল কুয়েত থেকে ঢাকায় ফিরেছে গত শুক্রবার রাতেই। বাংলাদেশ সৌদি আরব থেকে কুয়েত যেতে ভিসা জটিলতায় পড়েছিল। ফিলিস্তিন দলেরও বাংলাদেশ আগমনে ভিসা বিড়ম্বনায় পড়েছিল খানিকটা। বাফুফে ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রচেষ্টায় বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যায় ফিলিস্তিনের বাংলাদেশের ভিসা নিশ্চিত হয়। যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন, ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মহিউদ্দিন আহমেদ ফিলিস্তিন ভিসার ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছিলেন।

২১ মার্চ রাতে কুয়েতে বাংলাদেশের বিপক্ষে হোম ম্যাচ খেলেছে ফিলিস্তিন। বাংলাদেশ পরের দিন বিকেলে রওনা হলেও ফিলিস্তিন রওনা হয়েছে রাতে। শনিবার সকাল সাড়ে নয়টার দিকে ফিলিস্তিন ঢাকায় এসে পৌছায়। রাতে ভ্রমণ করায় আজ ফিলিস্তিন দল কোনো অনুশীলন করেনি। বাংলাদেশ অবশ্য ভ্রমণ ক্লান্তি দূর করতে আজ বিকেলে রিকভারি সেশন করেছে কিংস অ্যারেনায়। ২৬ মার্চ কিংস অ্যারেনায় বাংলাদেশ ফিলিস্তিনের মুখোমুখি হবে। সফরকারী দল ফিলিস্তিন ম্যাচের আগের দিন অনুশীলনের সুযোগ পাবে ম্যাচ ভেন্যুতে। আগামীকাল অন্য কোনো ভেন্যুতে অনুশীলন করবে সফরকারী দল।

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ তিন ম্যাচে মাত্র এক পয়েন্ট পেয়েছে। কিংস অ্যারেনায় লেবাননের বিপক্ষে ড্র করেছিল জামালরা। কিংস অ্যারেনায় জাতীয় ফুটবল দল এখনো কোনো ম্যাচে পরাজিত হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews