1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ১৯ মে ২০২৪, ০৩:১০ পূর্বাহ্ন

বান্দরবানে সন্ত্রাসীরা যা করেছে তা শাস্তিযোগ্য অপরাধ-জিএম কাদের

  • প্রকাশিত: রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ৬৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক::বান্দরবানে সন্ত্রাসীরা যা করেছে তা শাস্তিযোগ্য অপরাধ। সরকারকে এটা মাথায় রাখতে হবে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

আজ রোববার বিকেলে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের এসব কথা বলে জিএম কাদের।

জিএম কাদের বলেন, পাহাড়ের মানুষের সার্বিক নিরাপত্তার দায়িত্ব সরকারের। সরকারকেই সকল দায়ভার নিতে হবে।

বান্দরবানে যে ঘটনা ঘটেছে তাতে সরকার ব্যর্থ বলেও মনে করেন জিএম কাদের। তিনি বলেন, পাহাড়ে সেনাবাহিনী আছ, পুলিশ আছে। এরপরও থানা আক্রমণ করা হলো, সেখান থেকে অস্ত্র নেওয়া হলো। এটা তো হতে পারেনা। কোথাও বাধাও পায়নি সন্ত্রাসীরা।

সরকারের কাজের ব্যাপারে কোনো জবাবদিহিতা নেই দাবি করেন জিএম কাদের। বলেন, সরকার অনেক ব্যাপারে উদাসীন মনে হচ্ছে, এটা দুর্ভাগ্যজনক।

জিএম কাদের বলেন, দেশে সুশাসনের অভাব দেখা গেছে। আমরা মনে করি, পাহাড়ের এই সামান্য ঘটনায় যদি সরকারকে হিমশিম খেতে হয় তাহলে বড় ধরনের ঘটনা ঘটলে আমরা কোথায় গিয়ে দাঁড়াব।

এ সময় জাপার জেলা ও উপজেলার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews