1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ১৮ মে ২০২৪, ০৮:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
রাফায় ইসরায়েলের হামলা বন্ধে ১৩ মিত্রদেশের চিঠি ডিবিতে হেফাজত নেতা মামুনুল হক সুযোগ পেলেই ওরা সাপের মতো ছোবল মারতে চায়-রাষ্ট্রপতি সোনালী আঁশ পাটের সুদিন ফিরিয়ে আনতে চাই-খুলনায় বস্ত্র ও পাট মন্ত্রী জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যতের লক্ষ্যে, মোংলায় ফ্যামিলি সাইকেল র‍্যালি বাগেরহাটে বিনামূলে সহাস্রাধিক মানুষকে চক্ষু চিকিৎসা প্রদান বাগেরহাটে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সেবন, অসুস্থ শিশুকে হাসপাতালে ভর্তি শাহপরীর দ্বীপে ৩০ হাজার ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী আটক সঠিক ইতিহাস যেন বিকৃত না হয় সে দিকে সকলের লক্ষ্য রাখতে হবে -খুলনায় সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী যে জাতি পেছনের স্মৃতি ভুলে যায়, সে জাতির কিছুই থাকে না-সিটি মেয়র

অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান কেইউজের নেতৃবৃন্দ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ১৪ বার পড়া হয়েছে

সংবাদ বিজ্ঞপ্তি:: মহান মে দিবসের আলোচনা সভায় খুলনা সাংবাদিক ইউনিয়নের নেতারা পেশাজীবী সাংবাদিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল সাংবাদিকদের পেশাগত মর্যাদা বৃদ্ধি, আর্থিক নিরাপত্তা বিধানে কাজ করেছেন। তিনি দলমত বিবেচনা না করে সাংবাদিক কল্যাণ তহবিল গঠন করেছেন। কিন্তু অনেক প্রতিষ্ঠান সাংবাদিকদের বেতন-ভাতাসহ নানাভাবে অধিকার বঞ্চিত করছেন। তাই আত্ম মর্যাদা নিয়ে টিকে থাকতে মহান মে দিবসের অনুপ্রেরণায় ঐক্যবদ্ধ হতে হবে।
বুধবার (০১ মে) মহান দিবস উপলক্ষে ইউনিয়নের এডহক কমিটির উদ্যোগে আলোচনায় বক্তারা এসব কথা বলেন। নগরীর বিএমএ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন খুলনা সাংবাদিক ইউনয়নের (কেইউজে) আহবায়ক কমিটির আহবায়ক এস এম জাহিদ হোসেন।
সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাঈয়েদুজ্জামান সম্রাটের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আহবায়ক কমিটির সদস্য ও এটিএন বাংলার খুলনা বিভাগীয় প্রধান এস এম হাবিব, মোজাম্মেল হক হাওলাদার, এনামুল হক নবাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম-মহাসচিব মোঃ হেদায়েৎ হোসেন মোল্যা, কার্যনির্বাহী কমিটির সদস্য কৌশিক দে বাপী, মাছরাঙা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি আবু হেনা মোস্তফা জামাল পপলু, নিউজ ২৪ ও বাংলাদেশ প্রতিদিনের খুলনা ব্যুরো প্রধান মোঃ সামছুজ্জামান শাহীন, এশিয়ান টিভির খুলনা বিভাগীয় প্রধান বাবুল আকতার, ডিবিসি টিভির খুলনা ব্যুরো প্রধান মোঃ আমিরুল ইসলাম, ইনডিপেনডেন্ট টিভির ষ্টাফ রিপোর্টার অভিজিৎ পাল, দৈনিক আজকের পত্রিকার ষ্টাফ রিপোর্টার কাজী শামীম আহমেদ, সময় টিভির খুলনা অফিস ইনচার্জ নেয়ামুল হোসেন কচি, আরটিভির খুলনা প্রতিনিধি এস এম মনিরুজ্জামান দৈনিক অর্ণিবানের চীফ রিপোর্টার উত্তম কুমার সরকার, এটিএন বাংলার ক্যামেরাপার্সন মোঃ আবু সাঈদ ও দৈনিক দেশ সংযোগ পত্রিকার ষ্টাফ রিপোর্টার মিজানুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আবু নুরাইন খোন্দকার, রাশিদুল ইসলাম বাবলু, শফিকুল ইসলাম পলাশ, দেবব্রত রায়, শেখ জাহিদুল ইসলাম, এস এম জাহিদুল ইসলাম সাগর, হাসান আল মামুন, মোঃ শাহজালাল মোল্লা মিলন, শেখ মোঃ রাসেল,আমিনুর রহমান নিউটন, মেহেদী হাসান পলাশ,সাগর সরকার ও তুফান গাইন প্রমুখ।
সভায় বক্তারা খুলনা সাংবাদিক ইউনিয়ন নিয়ে অপব্যাখ্যা ও প্রচারে সাধারণ সদস্যদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। সংগঠনের গঠনতন্ত্র ও শ্রম আইন মেনে এডহক কমিটি কার্যক্রম পরিচালনা করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews