1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ১৯ মে ২০২৪, ০২:৫৭ পূর্বাহ্ন

বটিয়াঘাটায় বীরমুক্তিযোদ্ধা অধীর কুমার মন্ডলকে গার্ড অব অনার প্রদান

  • প্রকাশিত: রবিবার, ৫ মে, ২০২৪
  • ১৮ বার পড়া হয়েছে

বটিয়াঘাটা প্রতিনিধি:: একাত্তরের রণাঙ্গনের সাহসী যোদ্ধা বীরমুক্তিযোদ্ধা অবঃ অধ্যাপক অধীর কুমার মন্ডল (৬৮)আর নেই। তিনি গতপরশু শনিবার দিবাগত রাত সাড়ে দশটায় মহানগরী খুলনার সিটি মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে দীর্ঘদিন যাবত ক্লোন ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও সহকারী প্রাথমিক শিক্ষিকা দুই কন্যা,আত্মীয়- স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল রবিবার পুলিশের একটি চৌকস বিউগল বাহিনী তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন।এ সময় উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান,অফিসার ইনচার্জ রিপন কুমার সরকার,জাপার কো- চেয়ারম্যান কলামিস্ট সুশীল শুভ রায়, সাবেক ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মনোরঞ্জন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বুলু রায় গাঙ্গুলি, বীরমুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায়,বীরমুক্তিযোদ্ধা মৃনাল কান্তি বিশ্বাস, বীরমুক্তিযোদ্ধা দুলাল কৃষ্ণ রায় সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে তাকে বসুরাবাদ মহাশ্মশান ঘাটে সমাহিত করা হয়। এদিকে তার আত্মার চির শান্তি কামনা করে ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ ও সাধারন সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews