1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০২:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
নির্বাচিত সরকার ছাড়া ঋণের অর্থ দেবে না আইএমএফ ভারতের সঙ্গে চুক্তি বাতিলের তথ্য সঠিক নয়-পররাষ্ট্র উপদেষ্টা সালমান শাহ হত্যা মামলায় স্ত্রীসহ আসামি ১১ জন নির্বাচন নিরপেক্ষ করার জন্য যা দরকার করবো-বিএনপিকে প্রধান উপদেষ্টা জেলা পর্যায়ে মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্যদের সাথে সমন্বয় সভা দাকোপে শ্যামা কালী পূজা উপলক্ষে প্রমিলা ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন নগরীতে ‘‘ক্লাইমেট-রিজিলিয়েন্ট ক্লিন সিটি’স বাস্তবায়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত পাইকগাছায় পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা খুলনা রেঞ্জের উপজেলা ও থানা আনসার মৌলিক প্রশিক্ষণ শুরু পাইকগাছায় কলেজে ভাস্কর্য অপসারণের দাবিতে মানববন্ধন; ৭২ ঘন্টার আল্টিমেটাম

অনন্ত-রাধিকার বিয়ে, কারা যাননি?

  • প্রকাশিত: রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ২৯১ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:: আম্বানি পরিবারের যে কোনো অনুষ্ঠান মানেই বলিউডের প্রথম সারির তারকাদের ঝলমলে উপস্থিতি। এবার অনন্তর বিয়েতেও এর ব্যতিক্রম ঘটেনি। কিন্তু অনন্ত-রাধিকার বিয়েতে বলিউড তারকাদের দীর্ঘ সারি থাকলেও কয়েকজন শীর্ষ সেলিব্রিটিকে দেখা যায়নি।

কয়েকজন বলিউড তারকা অনন্ত-রাধিকার বিয়েতে অনুপস্থিত শোনা গেলেও গতকাল (১২ জুলাই) তারা এসেছিলেন। এদের মধ্যে শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া অন্যতম।

তবে এ বিয়েতে বলিউডের বেশ কিছু শীর্ষ তারকার দেখা মেলেনি। তারা নিমন্ত্রণ পেলেও অনন্ত-রাধিকার বিয়েতে যাননি। এদের মধ্যে রয়েছেন-

কারিনা কাপুর-সাইফ আলি খান: বলিউডের অন্যতম তারকা দম্পতি কারিনা কাপুর ও সাইফ আলি খান এ মুহূর্তে ভারতের বাইরে সপরিবারে ছুটি কাটাচ্ছেন। এ কারণে অনন্ত-রাধিকার বিয়েতে উপস্থিত থাকতে পারেননি।

আনুশকা শর্মা: তিনি বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। বিভিন্ন মাধ্যমে জানা যাচ্ছে, তারা সপরিবারে ভারত ছেড়ে সেখানে স্থায়ীভাবে বসবাস করার সিদ্ধান্ত নিয়েছেন।

শিল্পা শেঠি: তিনিও বলিউডের প্রায় সব বিয়ে ও পার্টিতে উপস্থিত থাকেন। পাশাপাশি নানান ভঙ্গিতে ক্যামেরার সামনেও পোজ দেন। কিন্তু অনন্ত-রাধিকার বিয়েতে অংশ নেননি তিনি। তবে এর কারণ জানা যায়নি।

সোনম কাপুর: তার বাবা অনিল কাপুর অনন্ত-রাধিকার বিয়েতে গেলেও তাকে দেখা যায়নি। সোনম এখন সন্তানকে নিয়ে লন্ডনে রয়েছেন। এ কারণেই তিনি এ বিয়েতে হাজির হননি।

অক্ষয় কুমার: বলিউডের এই ‍সুপার স্টারকে অনন্ত নিজেই তার বিয়েতে নিমন্ত্রণ করেছিলেন। অক্ষয়েরও বিয়েতে উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু বিয়ের দিনই- অর্থাৎ গতকাল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন অক্ষয় কুমার। এ কারণেই অনন্ত-রাধিকার বিয়েতে হাজির হতে পারেননি তিনি।

কাজল: এ নায়িকা বলিউডের প্রায় সব বিয়েতেই হাজির থাকেন। এমনকি কয়েকদিন আগে সোনাক্ষীর বিয়েতেও দেখা গিয়েছিল কাজলকে। অনন্ত আম্বানির বিয়েতে অজয় তার ছেলেকে নিয়ে উপস্থিত ছিলেন। তবে কাজল এবং তার মেয়ে নাইসার দেখা মেলেনি। কিন্তু কেন তিনি বিয়েতে যাননি, সে বিষয়ে কিছু জানা যায়নি।

কঙ্গনা রানাউত: বলিউডে সবচেয়ে আলোচিত ও সমালোচিত তারকা ও বিজেপি সংসদ সদস্য কঙ্গনা রানাউত। তাকেও দেখা যায়নি আম্বানি পরিবারের এবারের বিয়েতে। জানা গেছে, এদিনই ছিল কঙ্গনার এক চাচাতো বোনের বিয়ে। সেই বিয়েতেই নাকি হাজির হয়েছিলেন কঙ্গনা। এ কারণেই আম্বানির ছেলের বিয়েতে যাননি তিনি।

আমির খান: ভারতের জামনগরে অনন্ত-রাধিকার বিয়ের আগের অনুষ্ঠানে গিয়ে ছিলেন আমির। মঞ্চে তাকে নাচতেও দেখা গেছে। কিন্তু মূল বিয়েতে আমিরকে দেখা যায়নি। কেন আমির এ বিয়েতে আসেননি তাও প্রকাশ করেননি।

এদিকে অনন্ত-রাধিকার বিয়েতে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন, ঐশ্বরিয়া রায়, সালমান খান, সঞ্জয় দত্ত, হৃতিক রোশন, রণবীর কাপুর, রণবীর সিং, আলিয়া, দীপিকা, ক্যাটরিনা, ভিকি, বরুণ ধাওয়ান, অনন্যা, জাহ্নবীসহ আরও অনেকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট