1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাবেক সেনাপ্রধানের জবানবন্দি,জিয়াউলের হাত ধরে বেড়েছিল গুম-খুন, তারেক সিদ্দিকী বাবার সালাম পৌঁছে দিতে বাগেরহাটে মেহেদী হাসান প্রিন্সের সৌজন্য সাক্ষাৎ ট্রাম্পকেও ক্ষমতাচ্যুত হতে হবে, খামেনির তীব্র হুঁশিয়ারি সিটিসিআরপি সড়কে বদলাচ্ছে পাইকগাছার যোগাযোগ চিত্র হাদি হত্যার মাস্টারমাইন্ড বাপ্পি কলকাতায়, ‘পুলিশ’ পরিচয়ে ফ্ল্যাট ভাড়া নিয়ে আত্মগোপন লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সরকার সব ব্যবস্থা নিয়েছে-শফিকুল আলম কোস্টগার্ডের অভিযানে ৪১ বোতল বিদেশি মদসহ কারবারি আটক কক্সবাজারে কোস্টগার্ডের অভিযানে ৫ মানব পাচারকারী আটক, নারী ও শিশুসহ উদ্ধার ২০ বাগেরহাটে বাঁধনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ডুমুরিয়ায় বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর এসকে বাকার’র ৭৮ তম জন্মদিন উদযাপন

ডি মারিয়াকে আনুষ্ঠানিক বিদায় জানালো মেসিরা

  • প্রকাশিত: রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ৩৩৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: চলমান কোপার ফাইনাল দিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেবেন আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া। ইতোমধ্যে আনুষ্ঠানিক বিদায় জানিয়েছেন আর্জেন্টিনার জাতীয় দলের ফুটবলাররা।

এর আগে রোববার ভোরে জাতীয় দলের সঙ্গে সর্বশেষ অনুশীলন করেন তিনি। পরেই নৈশভোজে তাকে আনুষ্ঠানিক বিদায় জানান সতীর্থরা।

মায়ামিতে অনুশীলনের আগে লিওনেল মেসিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দেন ডি মারিয়া। আলবিসেলেস্তাদের সর্বশেষ তিন ফাইনালে গোল করার কীর্তি রয়েছে তার। ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালেসিমা এবং ২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পর জাতীয় দল থেকে বিদায়ের কথা জানিয়ে ছিলেন ডি মারিয়া। আবারও কোপার শিরোপা জিতে বিদায়টা রাঙাতে চান তিনি।

শেষ অনুশীলনের আগে লিওনেল মেসির সঙ্গে ডি মারিয়ার একটি ছবি তোলেন এক সতীর্থ। সেই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন তিনি। ক্যাপশনে লিখেন‘জীবনে আমি যা চেয়েছি, তার চেয়ে অনেক বেশি পেয়েছি।’

এদিকে ডি মারিয়ার অবসরের বিষয়ে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বলেন, ‘একাদশ গঠনের ক্ষেত্রে আমরা সবসময় সিদ্ধান্ত নিয়েছি কারা এগিয়ে থাকবে। ইকুয়েডরের বিপক্ষে তাকে খেলানো হয়নি। সেটাই হতে পারত তার শেষ ম্যাচ।’

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘শেষ পর্যন্ত সবকিছু ঠিকঠাক হয়েছে, সে সেমিফাইনালে খেলেছে। তাহলে কেন ফাইনালে খেলতে পারবে না।’

দল নির্বাচনে স্কালোনি নিজের অবস্থান স্পষ্ট করেন। বলেন, ‘আমরা জানি এটা তার শেষ ম্যাচ। আমরা আশা করি যে সবকিছু ঠিকঠাক হবে। অ্যাঞ্জেল বেশ ভালোভাবে অবসর নিতে পারবেন।’

ডি মারিয়ার বিদায়ের আবেগ ছুঁয়েছে মেসিকেও। ডি স্পোর্টসের দেওয়া সাক্ষাৎকারে আর্জেন্টাইন অধিনায়ক বলেন, ‘কে আপনাকে বলে… ফাইনালে আরও একটি গোল করবে, যেমন সে তার আগের ফাইনালগুলোতে করেছিল… এটা সত্যিই অসাধারণ হবে।’

বিদায় ম্যাচের ডি মারিয়াকে আনুষ্ঠানিক বিদায় জানিয়েছেন আর্জেন্টিনা জাতীয় দলের ফুটবলাররা। নৈশভোজে ডি মারিয়াকে বিদায় সম্মাননা জানানো হয়। জাতীয় দলে ব্যবহৃত ১১ নম্বর জার্সি উপহার দেন মেসি। সেই জার্সিতে লেখা ছিল, ‘থ্যাঙ্ক ইউ, ফিডিও’। জাতীয় দলের সতীর্থদের কাছে ডি মারিয়ার ডাক নাম, ফিডিও ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট