দাকোপ প্রতিনিধি:: দাকোপে কোয়াটারলী ভ্যাক্সিনেশন প্লানিং ও এনিম্যাল হেল্থ সার্ভিস প্রোভাইডর মিটিং অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নবযাত্রা-২ প্রকল্পের আয়োজনে এবং ইউএসএআইডি’র অর্থায়নে মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১০ টায় উপজেলার প্রাণিসম্পদ দপ্তরের হলরুমে নবযাত্রা-২ প্রকল্পের ইকোনমিক এন্ড সার্কেট সিস্টেম স্পেশালিস্ট মোছাঃ লেবনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার। এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাংবাদিক মোঃ মামুনুর রশিদ, প্রাণিসম্পদের এল,এস, পি নিউটন মিস্ত্রী, মোঃ সেলিম শেখ, মলয় রায়, বিভাষ মন্ডল, শারমীন বেগম, আজিজুর রহমান প্রমুখ। সভায় উপজেলার ৯টি ইউনিয়নের প্রতিনিধি হিসেবে এল,এস,পি’র ২৯ জন্য সদস্য ও সদস্যা অংশ গ্রহন করেন।
Leave a Reply